বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনা আতংকে খুলনায় হঠাৎ করোনা ভ্যাকসিন নেয়ার সংখ্যা বেড়ে গিয়েছে। আজ মঙ্গলবার মোট পাঁচ হাজার ৪৯৩ জন করোনার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন। ১১ এপ্রিল ভ্যাকসিন নেন ৩ হাজার ৯৭০ জন, ১০ এপ্রিল নেন ৩ হাজার ৪৬১ জন।
প্রথম ডোজ নেয়ার সংখ্যাও বেড়েছে। আজ মঙ্গলবার প্রথম ডোজ নিয়েছেন মোট ৮৯৯ জন। আগের দিন ১১ এপ্রিল নেন ৭০৭ জন। ১০ এপ্রিল নেন ৬০৪ জন।
খুলনার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, জনসচেতনতা বৃদ্ধির কারণে ভ্যাকসিন নেয়ার হার বেড়েছে। আগের চেয়ে এখন সাধারণ মানুষ টিকা নেয়ায় বেশী আগ্রহ দেখাচ্ছেন। এপর্যন্ত খুলনায় মোট এক লাখ ৭০ হাজার ৮৯৩ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। দ্বিতীয় ডোজ নিয়েছেন মোট ১৮ হাজার ৯৬৭ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।