বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তাজ নাহার বেগম (৪৬) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। জেলায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৯৮জন। যার মধ্যে চলতি সপ্তাহে মারা গেছেন ৪জন। এছাড়াও জেলায় নতুন করে আরও ৫২জনের শরীরের করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তর হার শতকরা ১১ দশমিক ৭০শতাংশ।
মঙ্গলবার দুপুরে তথ্যগুলো নিশ্চিত করেছেন নোয়াখালী সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।
সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ফোকাল পার্সন ডা. নির্ণয় পাল জানান, কেশারপাড় ইউনিয়নের আটিয়াবাড়ী এলাকার বাসিন্দা তাজ নাহার জ্বর ও শ্বাসকষ্ট থাকায় গত ৪এপ্রিল নমুনা দিয়ে যান। ওইদিন আসা রিপোর্টে ওই গৃহবধূর শরীরের করোনা শনাক্ত হয়। চিকিৎসকদের পরামর্শে উনাকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামের কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার ভোরে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।