বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, আমি এখন থেকে কাউকেই পরোয়া করি না। যারা মওদুদ আহমেদের শোকসভায় বাধা দিয়েছিল তাদের জানাজায় এক হাজার লোকও হবে না।
আজ মঙ্গলবার সকাল ১০টায় বাজার পরিদর্শন শেষে বসুরহাট বাজারের রুপালী চত্বরের সামনে তিনি এসব কথা বলেন। তিনি স্থানীয় ভাষায় বলেন, ‘আই আর কেয়ারে ভয় করি না। আই এসব নেতা-পেতা এমপি-মন্ত্রী মানি না। এমপি নীতির ভেতর থাকলে তার পূজা করুম, মন্ত্রী নীতির ভেতর থাকলে হাতের পূজা করুম।’
বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা আরও বলেন, ‘মওদুদ সাহেবের প্রোগ্রাম করেছি। তাতে একটি পক্ষ বাধা দিয়েছে। যারা বাধা দিয়েছে তাগো জানাজায় এক হাজার মানুষও অইতো নো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।