Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দিনাজপুর প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি-বাচ্চু, সম্পাদক-ডলার

দিনাজপুর অফিস | প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০২১, ১১:৪০ এএম

দিনাজপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে বর্তমান সভাপতি স্বরুপ কুমার বকশি পুনরায় সভাপতি ও সাধারন সম্পাদক পদে সুব্রত মজুমদার ডলার নির্বাচিত হয়েছে। সোমবার দুপুর ২টা থেকে ৫ টা পর্যন্ত দিনাজপুর কালিতলাস্থ প্রেস ক্লাব কমপ্লেক্সে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্ধিতাপূর্ণ নির্বাচনে বর্তমান সভাপতি স্বরূপ বক্সী বাচ্চু ৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সাবেক প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষ ভোট পেয়েছে ২৯ ভোট। সুব্রত মজুমদার ডলার প্রথমবারের মত ৩০ ভোট পেয়ে দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সুব্রত মজুমদার ডলার। তার নিকটতম প্রতিদ্বন্ধি বর্তমান সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল পেয়েছেন ২৮ ভোট। এছাড়া সহ-সভাপতি শাহ আলম শাহী ও কংকন, সহ-সাধারণ সম্পাদক পদে রতন সিং, কোষাধ্যক্ষ পদে রফিকুল ইসলাম ফুলাল, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক পদে কৌশিক বোস এবং সদস্য পদে বিজয়ী হয়েছেন যারা মুকুল চট্টোপাধ্যায়, ইফতেখার আহমেদ পান্না, রিয়াজুল ইসলাম ও খোকন কুমার দেব নির্বাচিত হয়েছেন।নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এ্যাড. আশফাক আহমেদ, সদস্য-সুলতান কামাল উদ্দীন বাচ্চু, অশোক কুন্ডু ফলাফল ঘোষনা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নতুন কমিটি

১৩ ফেব্রুয়ারি, ২০২২
৮ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ