Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামবিদ্বেষী গ্রাফিতি ফ্রান্সে মসজিদের দেয়ালে, নিন্দা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০২১, ১২:০৩ এএম

ফ্রান্সের পশ্চিমাঞ্চলে একটি মসজিদের দেয়ালে ইসলামবিদ্বেষী স্লােগানের গ্রাফিতি আঁকার নিন্দা জানিয়েছে দেশটির সরকার। এই ঘটনাকে ফ্রান্সের ওপর হামলার সঙ্গে তুলনা করা হয়েছে। ফরাসি সরকার বলছে, মুসলমানদের ওপর হামলা করা হলে তাতে ফ্রান্সকেই আঘাত করা হয়। রোববার বার্তা সংস্থা এএফপি ও রয়টার্স এমন খবর দিয়েছে। ফ্রান্সে মুসলিমবিদ্বেষ ও বৈরিতা ক্রমাগত বেড়েই চলছে। কয়েকদিন আগে আরও একটি মসজিদে হামলার ঘটনা ঘটেছে। রেন শহরের মসজিদটির একজন তত্ত্বাবধায়ক রোববার ভোরেই মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের দেয়ালে এই গ্রাফিতি দেখতে পান। এতে ইসলাম ও নবী মুহাম্মদ (সা.)কে নিয়েও অবমাননাকর মন্তব্য লেখা হয়েছে। এছাড়া ফের ধর্মযুদ্ধ শুরুর কথা উল্লেখ করে ক্যাথলিসিজমকে রাষ্ট্রীয় ধর্ম ঘোষণার আহবান জানানো হয়েছে। এ ঘটনায় রেন শহরের কৌঁসুলির কার্যালয় থেকে একটি তদন্ত শুরু হয়েছে। স্থানীয় মুসলিম কাউন্সিলের সভাপতি মোহাম্মদ জায়দানিও এই ‘নোংরা ভাষার’ নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, আমরা এই প্রজাতন্ত্রের সন্তান। কিন্তু আমরা আজ ঘৃণা, সহিংসতা ও বর্বরতার কবলে। ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরার্ড ডারমানিন বলেন, ধর্মবিশ্বাসের মৌলিক স্বাধীনতার বিরুদ্ধে এটি বরক্তিকর হামলা। ফ্রান্সের অন্যান্য ধর্মাবলম্বীদের মুসলমানদেরও সমান সুরক্ষা পাওয়ার অধিকার আছে। এই ঘটনাকে অসহ্য আগ্রাসন হিসেবে আখ্যায়িত করছে ফ্রেন্স কাউন্সিল অব দ্য মুসলিম ফেইথ। তারা রজমান আসায় এবং মুসলিমবিদ্বেষী কার্যক্রম বেড়ে যাওয়ায় ফরাসি মুসলমানদের আরও সতর্ক থাকার আহবান জানিয়েছে। গতবছর চরমপন্থি মুসলিমগোষ্ঠীর হাতে কয়েকজন নাগরিক নিহতের পর থেকে ফ্রান্সে বেড়ে চলেছে ইসলামের বিরুদ্ধে ভীতি ও বিদ্বেষ। এবার এই বিদ্বেষের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে দেশটির মসজিদগুলো। এর আগে গত বৃহস্পতিবার রাতে নান্তেস শহরে একটি মসজিদের প্রবেশ দরজা পুড়িয়ে দেওয়া হয়। তার পরেরদিন শুক্রবার পশ্চিম ফ্রান্সের মসজিদগুলো ধ্বংসের হুমকি দেওয়ায় ২৪ বছর বয়সী এক নাৎসি মতবাদ সমর্থনকারীকে গ্রেফতার করে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। ডেইলি সাবাহ, এএফপি, রয়টার্স।



 

Show all comments
  • MD Akkas ১৩ এপ্রিল, ২০২১, ১২:৫৪ এএম says : 1
    এইসব ঘটনার ফুল কলকাঠি নাড়ছে ইজরাইল কারণ ইহুদিরা মুসলমানদের চরম শত্রু।
    Total Reply(0) Reply
  • MD Akkas ১৩ এপ্রিল, ২০২১, ১২:৫৪ এএম says : 1
    এইসব ঘটনার ফুল কলকাঠি নাড়ছে ইজরাইল কারণ ইহুদিরা মুসলমানদের চরম শত্রু।
    Total Reply(0) Reply
  • Md. Mohiuddin ১৩ এপ্রিল, ২০২১, ৭:০২ এএম says : 0
    সমস্ত ঘটনার মূলে মোসাদ। ইউরোপে মুসলমানদের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে তারা উঠেপড়েলেগেছ।
    Total Reply(0) Reply
  • parvez ১৩ এপ্রিল, ২০২১, ৭:১০ এএম says : 0
    ke bole French-ra sovvo jati ?
    Total Reply(0) Reply
  • Md. Mohiuddin ১৩ এপ্রিল, ২০২১, ৭:২১ এএম says : 0
    সমস্ত ঘটনার মূলে মোসাদ। ইউরোপে মুসলমানদের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে তারা উঠেপড়েলেগেছ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফ্রান্স


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ