Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংবাদ সংগ্রহে বাঁধা: চ্যানেল আইয়ের ক্যামেরাম্যানকে মারধর

গাজীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০২১, ৮:১০ পিএম

গাজীপুর জেলার শ্রীপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে চ্যানেল আইয়ের ক্যামেরাম্যান রমজান আলী রুবেল মারধরের শিকার হয়েছে। কাওরাইদ ইউনিয়নের কাশেমপুর বাজারের কলিমউদ্দিন মেম্বারের নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে জানা গেছে।

জানা যায়, সোমবার দুপুর ১২ টার দিকে সরকারি বনের জমি দখলের খবর পেয়ে ভিডিও করতে যায় ক্যামেরাপারসন রমজান আলী রুবেল। পরে কয়েকজন সন্ত্রাসী বাহিনী এসে ক্যামেরাপারসন রমজান আলী রুবেলকে মারধর করে।

ক্যামেরাপারসন রমজান আলী রুবেল জানান, কাওরাইদ ইউনিয়নের ইউপি সদস্য কলিমউদ্দিনের কাছে বক্তব্য নিতে গেলে তার নেতৃত্বে আমাকে মারধর করেছে কয়েকজন সন্ত্রাসী।

ক্যামেরাপারসনকে মারধরের এ ব্যাপারে কাওরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যডভোকেট আঃ আজিজ জানান, আমি শুনেছি মেম্বার কলিমউদ্দিন একজন সাংবাদিককে মারধর করেছে।

শ্রীপুর থানার এসআই নাজমুর রহমান জানান, চ্যানেল আইয়ের ক্যামেরাপারসনকে মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে থানায় নিয়ে আসি।

সাংবাদিককে মারধরের বিষয়ে ইউপি সদস্য কলিম উদ্দিন জানান, আমি তখন বাড়িতে ছিলাম। খবর শুনে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি সাংবাদিককে মারধর করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গাজীপুর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ