Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ইয়াবাসহ সিএনজি চালক

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০২১, ৬:৩৯ পিএম

কোম্পানীগঞ্জে এক সিএনজি চালককে ইয়াবাসহ আটক করেছে পুলিশ। এ সময় তার জিন্সের প্যান্টের পকেট থেকে ৪০পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত,আনোয়ার হোসেন (৩২), উপজেলার চরপার্বতী ইউনিয়নের ১নং ওয়ার্ডের মান্নান মেম্বারের বাড়ির সফি উল্যার ছেলে। সে পেশায় একজন সিএনজি চালিত অটোরিকশা চালক।

সোমবার দুপুর ১২টার দিকে আটক আসামিকে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।

থানা সূত্রে জানায়, গতকাল রোববার রাত পৌনে ৯টার দিকে কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এএসআই) মো.ইয়ামিন মিয়া উপজেলার চরপার্বতী ইউনিয়নের ১নং ওয়ার্ডের কেটিএম হাট এলাকায় অভিযান চালায়। এ সময় সিএনজি চালক আনোয়ারের প্যান্টের পকেটে ৪০পিস ইয়াবা পাওয়া যায়। সে দীর্ঘ দিন থেকে কোম্পানীগঞ্জে সিএনজি চালানের আড়ালে মাদক ব্যবসা করে আসছে।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো.রবিউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বিচারিক আদালতে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নোয়াখালী

১৩ ফেব্রুয়ারি, ২০২৩
৫ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ