বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গণমাধ্যমে যার সন্ধান চেয়ে সংবাদ প্রকাশিত হয়েছিল, চট্টগ্রাম থেকে বৈঠক শেষে ঢাকায় আসার পথে গ্রেফতারকৃত হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী এই রিমান্ড মঞ্জুর করেন।
রাজধানীতে ২০১৩ সালে ৫ মে হেফাজতের শাপলা চত্বর কাণ্ডে হওয়া মামলার এজাহারভুক্ত আসামি তিনি। সেই মামলায় গ্রেফতার আজিজুল ইসলামকেকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চায় পুলিশ। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক রিমান্ডের এই আদেশ দেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) যুগ্ম-কমিশনার মো. মাহবুব আলম বলেন, ২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের জ্বালাও-পোড়াও ও ভাঙচুরের অভিযোগে আজিজুল হক ইসলামাবাদীর বিরুদ্ধে পাঁচটি মামলা হয়। ওই মামলায় রবিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। অবশ্য গণমাধ্যমে তার সন্ধান না পাওয়ার খবরে আজ সকালে তার নিজস্ব মুঠোফোনে ইনকিলাবের পক্ষ থেকে একাধিকবার ফোন করা হলেও তা কেউ ধরেননি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।