বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বরিশালের মেহেন্দিগঞ্জে দুইদল গ্রামবাসীর সংঘর্ষে আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে হাসপাতালে। সংঘর্ষের ঘটনায় এ নিয়ে দুইজন নিহত হয়েছেন।
উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়নের সুলতানী গ্রামে রোববার ভোরে এই সংঘর্ষ হয়েছে বলে জানান মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম।
দক্ষিণ উলানিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন জানান, গত রাত ৪টার দিকে কয়েক শ লোক দেশীয় অস্ত্র নিয়ে সুলতানী গ্রামে হামলা চালায়। ভাঙচুর করা হয় দোকানপাট ও কয়েকটি বসতঘর। তাদের প্রতিহত করতে গ্রামবাসীও রাস্তায় নামে।
দুই পক্ষের সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন সাইফুল সর্দার।
লিটন অভিযোগ করেন, সম্প্রতি স্থগিত হওয়া উলানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা চেয়ারম্যান প্রার্থী মিলন চৌধুরীর লোক। আর নিহত সাইফুল সর্দার চেয়ারম্যান প্রার্থী রুমা বেগমের সমর্থক ছিলেন।
দুই পক্ষের সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন সাইফুল সর্দার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।