Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

হেফাজতের ৫ জন গ্রেফতার

পটিয়ায় পুলিশের মামলা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০২১, ১২:০৪ এএম

চট্টগ্রামের পটিয়া থানায় হেফাজতে ইসলামের কর্মীদের হামলার মামলায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ দেখে হামলার সঙ্গে সম্পৃক্ততা পেয়ে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তারা। গত শুক্রবার রাতভর উপজেলার জিরি, শোভনদন্ডী ও কচুয়াই ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান, গ্রেফতার পাঁচজন হলেন- জসীম উদ্দিন, খোরশেদ আলম, ইমতিয়াজ হোসেন, আজিজুল ইসলাম ও মো. বেলাল। গত ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষে হাটহাজারীতে ৪ জন নিহত হওয়ার খবরে পটিয়ায় মিছিল করে হেফাজতে ইসলাম। পুলিশের দাবি মিছিল থেকে তারা পটিয়া থানায় হামলা করে এবং একঘণ্টা ধরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে রাখে। এ ঘটনায় পটিয়া থানায় পুলিশের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়। এতে অজ্ঞাতনামা সাত থেকে আটশ’ মাদরাসা ছাত্রকে আসামি করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হেফাজতে ইসলাম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ