Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সঙ্কট মোকাবিলায় প্রস্তুতির আহবান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

উত্তর কোরিয়ার নাগরিকদের কঠিন সঙ্কট মোকাবিলার জন্য প্রস্তুত হওয়ার আহবান জানিয়েছেন দেশটির শীর্ষ নেতা কিম জং উন। দেশটি ভয়াবহ খাদ্য ঘাটতি ও অর্থনৈতিক অস্থিতিশীলতার মুখোমুখি বলে বিভিন্ন মানবাধিকার সংগঠন সতর্কবার্তা দেওয়ার পর কিম এই আহবান জানালেন। ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সম্মেলনে কিম জং উন বর্তমান পরিস্থিতিকে ১৯৯০ সালের দিকে দেশটিতে দেখা দেওয়া ভয়াবহ দুর্ভিক্ষ পরিস্থিতির সঙ্গে বৃহস্পতিবার তুলনা করেছেন। কয়েকদিন আগেও কিম জং উন উত্তর কোরিয়া এখন ‘সবচেয়ে বাজে পরিস্থিতি’ ও ‘অভূতপূর্ব চ্যালেঞ্জের’ মুখে পড়েছে বলে সতর্ক করেছিলেন। বৃহস্পতিবার তিনি সরকারি কর্মকর্তাদের বলেছেন, ‘অন্তত কিছুটা হলেও আমাদের নাগরিকদের জটিলতা থেকে মুক্তি দিতে আরেকটি কঠোর, আরো জটিল আরডিইয়াস মার্চের জন্য প্রস্তুতি নিন।’ উত্তর কোরিয়ার কর্মকর্তারা সাধারণত ‘আরডিইয়াস মার্চ’ দিয়ে ১৯৯০ সালে দেশটিতে হওয়া ভয়াবহ দুর্ভিক্ষের কথা স্মরণ করিয়ে দেন। সোভিয়েত ইউনিয়নের পতন পররর্তী ওই সময়ে দেশটিতে বৈদেশিক সহযোগিতার পরিমাণ কমে যায়। ওই দুর্ভিক্ষ উত্তর কোরিয়ায় প্রায় ৩০ লাখ মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল। করোনাভাইরাস মহামারি মোকাবিলায় উত্তর কোরিয়া তাদের সীমান্ত বন্ধ করে দিয়েছে। এর দেশটির ঘনিষ্ঠ মিত্র চীনের সঙ্গে বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। পিয়ংইয়ংয়ের পারমাণবিক অস্ত্র কর্মস‚চির কারণে জাতিসংঘের দেওয়া অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে চীনের সঙ্গে ব্যবসা-বাণিজ্যই ছিল দেশটির প্রাণশক্তি। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উত্তর কোরিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ