মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সংবাদপত্রবিহীন
ইনকিলাব ডেস্ক : মিয়ানমারে স্বাধীন সংবাদপত্রগুলোর প্রকাশ বন্ধ হয়ে গেছে। সর্বশেষ গত বুধবার দ্য স্ট্যান্ডার্ড টাইম নামের একটি দৈনিকের প্রকাশ বন্ধ করে দিয়েছে সামরিক বাহিনী। এর ফলে মিয়ানমার এখন কার্যত সংবাদপত্রবিহীন একটি দেশে পরিণত হয়েছে। মিয়ানমারের স্বাধীন সংবাদপত্রগুলোর জন্য ২০২১ সালের ১৭ মার্চ স্মরণী একটি দিন। ওই দিন দেশটির সংবাদপত্রের স্বাধীনতার ওপর পেরেক ঠুকতে শুরু করে সামরিক সরকার। দেশটিতে কয়েকটি অনলাইন পোর্টাল ছাড়া সব স্বাধীন সংবাদপত্রের প্রকাশনা বন্ধ করে দেওয়া হয়েছে। মিয়ানমার নাউ।
আগুনে নিহত ৪
ইনকিলাব ডেস্ক : ভারতে ফের করোনাভাইরাসের হাসপাতালে আগুনের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ৮টার সময় দেশটির মহারাষ্ট্রের নাগপুরে ওয়েল ট্রিট হাসপাতালে আইসিইউ ইউনিটে আগুন লেগে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজনের অবস্থা গুরুতর। আগুনে ক্ষতিগ্রস্ত ওই হাসপাতালে ২৭ জন রোগী ছিলেন। তাদেরকে অন্য হাসপাতালে স্থানাস্তর করা হয়েছে। দমকল বাহিনীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে এসেছে। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। এ ঘটনায় টুইট করে দুঃখ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পিটিআই।
২৪ ক্ষেপণাস্ত্র উদ্ধার
ইনকিলাব ডেস্ক : ইরাকের আল আনবার প্রদেশে অবস্থিত মার্কিন সেনাঘাঁটি আইন আল আসাদের পাশের একটি এলাকা থেকে ২৪টি ক্ষেপণাস্ত্র ও একটি মিসাইল লঞ্চার উদ্ধার করেছে ইরাকের নিরাপত্তা বাহিনী। সেখানকার আল-জাজিরা এলাকা থেকে ক্ষেপণাস্ত্রভর্তি গাড়িটি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাতে সড়কে থেমে থাকা একটি গাড়িকে দেখে ইরাকের নিরাপত্তা বাহিনীর টহল ইউনিটের সন্দেহ হয়। এরপর তারা গাড়ির ভেতরে ক্ষেপণাস্ত্র ও লঞ্চারের সন্ধান পায়। এগুলোকে নিষ্ক্রিয় করতে দ্রুত বিস্ফোরক নিষ্ক্রিয়করণ ইউনিটকে ডাকা হয়। আল-আরাবিয়া।
অবতরণের আগে
ইনকিলাব ডেস্ক : নিরাপত্তা হুমকির কারণে পাকিস্তানের সংসদীয় প্রতিনিধি দলের আফগানিস্তান সফর বাতিল হয়ে গেছে। প্রতিনিধি দলের বিমান কাবুলে অবতরণের ঠিক আগে সফরটি বাতিল করা হয়। খবরে প্রকাশ, আফগানিস্তানের জন্য পাকিস্তানের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ সাদিক বৃহস্পতিবার একটি টুইট বার্তায় লিখেছেন, নিরাপত্তা হুমকির কারণে কাবুল বিমানবন্দর বন্ধ থাকায় স্পিকারের সফর বাতিল করা হয়। বিমানটি নামার জন্য কন্ট্রোল টাওয়ারের অনুমতির অপেক্ষায় ছিল। পরে এই সফরের নতুন তারিখ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ইয়াহু ফাইন্যান্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।