মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে নিজের খুনের আশঙ্কা প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তিনি অভিযোগ করে বলেছেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী দেশের কাজ ছেড়ে হিংসা ছড়ানোর ষড়যন্ত্র করে চলেছেন। আমি তার বিরোধিতা করছি। আমাকে খুনের পরিকল্পনা করা হতে পারে। একবার আমার পায়ে আঘাত করা হয়েছে। এবার খুন করার চক্রান্ত করবেন।’
গতগকাল শুক্রবার (৯ এপ্রিল) বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে নিজের নির্বাচনী সভা করেন মমতা। সেখান থেকেই অমিত শাহকে স্পষ্টভাষায় আক্রমণ করে তিনি বলেন, ‘হোম মিনিস্টার দেশের কাজ করছেন না। অথচ কোথায় কীভাবে কার উপর হামলা করা যায়, কীভাবে পুলিশকে দিয়ে মানুষকে ভয় দেখানো যায়, সেসব ষড়যন্ত্র করে বেড়াচ্ছেন। তাই আমি নরেন্দ্র মোদিকে বলব, স্বরাষ্ট্রমন্ত্রী দাঙ্গা লাগাচ্ছেন, তাকে কন্ট্রোল করুন। আমি এসব বলছি বলে আমাকে খুনের চক্রান্ত করতে পারেন। কিন্তু আমি কিছুতে ভয় পাই না। যতদিন বাঁচব, বলবই। বাঁচলে বাঘের বাচ্চার মতোই বাঁচব।’
খুনের পরিকল্পনার কথা বলতে গিয়ে মমতা বলেন, ‘আজকে দাঙ্গাবাজরা বিহার, উত্তর প্রদেশ থেকে গুণ্ডা এনেছে। আর অমিত শাহ কত টাকা আপনার আছে? ভাবছেন চিরদিন এভাবে চলে যাবে! কোটি কোটি টাকা বিলাচ্ছেন! কাঁড়ি কাঁড়ি টাকা না! টাকা ছড়াচ্ছেন! ভাবছেন সব কিনবেন টাকা দিয়ে! কিনুন। কত কিনবেন! কতদিন কিনবেন! বলি, কত কত খরচ করেন এক একটা মিটিংয়ে? হিসেব দেবেন! আমি জানি, আমি এসব বলার পরেই আপনারা আমায় খুন করার চক্রান্ত করবেন। আর কারও কাছে ৫০০ টাকা থাকলে এজেন্সি পাঠিয়ে দিচ্ছেন। আপনাদের এত টাকা এল কোথা থেকে? যদি কেউ প্রতিবাদ না করে ভয়ে চুপচাপ থাকে, তারপরও আমি করবই।’
এ দিন অমিত শাহকে সরাসরি কাঠগড়ায় তুলে তিনি বলেন, ‘মাথাভাঙায় আমার তফসিলি প্রার্থীকে গত বৃহস্পতিবার প্ল্যান করে মারা হয়েছে। অমিত শাহ নোজ এভরিথিং। অমিত শাহ সব জানেন। বসে বসে সব প্ল্যানিং করছেন। হোম মিনিস্টার এখানে বসে বাংলার বিরুদ্ধে চক্রান্ত করছেন। মা-বোনেরা ভয় পাবেন না। লড়াই করবেন। হারবেন না। আপনাদের মত থাকলে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন। শুনুন, আমাদের দলটা খুব মজাদার একটা দল। আমরা ভাবি, যারা আছে আমাদের দলে, তারা ছাড়াও সবাই আমাদেরই লোক। বিজেপির মতো ছদ্মবেশী সাধু নই।’ সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।