Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাইবার হানা নিয়ে সতর্কতা বিপিনের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০২১, ১২:০৭ এএম

প্রযুক্তিগত দিক থেকে এগিয়ে আছে চিন এবং তারা ভারতে সাইবার আক্রমণ চালাতে সক্ষম বলে সতর্ক করলেন চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়ত। তার পরামর্শ, তিন বাহিনীর মধ্যে আরও বেশি সমন্বয় প্রয়োজন এবং প্রয়োজন পশ্চিমি দেশগুলির সাহায্য। বদলে যাওয়া রণকৌশল নিয়ে আলোচনা করতে গিয়ে আজ বিপিন সাইবার হানার প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, ভারত হয়তো ফায়ারওয়াল গড়ে তুলতে পারে। কিন্তু আক্রমণ হলে কত দ্রæততার সঙ্গে তার মোকাবিলা করা যাবে, সেটাই ভাবার। সেই সঙ্গে বিপিন মনে করিয়ে দেন, সাইবার হানায় অনেক সময়েই বোঝা যায় না আক্রমণকারী কে, কোথা থেকে হামলা হল। তিন বাহিনীর মজবুত সমন্বয় এবং প্রযুক্তিগত উন্নতির উপরে জোর দেন তিনি। ঘটনাচক্রে গত কালই চেন্নাইয়ের প্রতিরক্ষা পরিষেবা প্রশিক্ষণের ডিএসএসসি কলেজে একটি অনুষ্ঠানে গিয়ে সীমান্তে নতুন করে সমস্যা তৈরি হওয়া নিয়ে সতর্ক থাকতে বলেছিলেন সেনাপ্রধান এম এম নরবনে। লাদাখে উত্তেজনা স্তিমিত হওয়ার পরেও তার এই মন্তব্য নিয়ে চর্চা শুরু হয়েছে। নরবনে ছাত্রদের বলেছেন, সীমান্তে নতুন করে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে ভারতকে। এবিপি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাইবার হামলা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ