Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মার্কিন ট্রেজারি বিভাগে বিদেশি হ্যাকারদের সাইবার হামলা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০২০, ৫:০৬ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগে সাইবার হামলা চালিয়েছে বিদেশি হ্যাকাররা।মার্কিন প্রশাসন জানিয়েছে, ট্রেজারি বিভাগের ই-মেইল ব্যবস্থা ভেঙ্গে সেখানে অবৈধভাবে প্রবেশ করেছে বিদেশি হ্যাকার গ্রুপ। মার্কিন ট্রেজারি ও কমার্স বিভাগের কর্মকর্তারা বলেছেন, ইন্টারনেট ও তথ্য দপ্তর এবং মোবাইল পরিসেবা বিভাগে হামলা চালিয়েছে হ্যাকাররা, যা কি না জাতীয় নিরাপত্তাসহ সরকারের অন্যান্য সংস্থাগুলোকেও ক্ষতিগ্রস্ত করতে পারে। তবে হ্যাকাররা কোনো অতি গোপনীয় তথ্য হাতিয়েছে কি না তা এখনো স্পষ্ট নয়। এর আগে টেক্সাস ভিত্তিক আইটি কোম্পানি সাইবারউইন্ড যুক্তরাষ্ট্রে বড় ধরণের হ্যাকিংয়ের ঘটনা ঘটতে পারে বলে সতর্ক করেছিলো। -নিউইয়র্ক টাইমস, দ্য গার্ডিয়ান
এটিকে গত ৫ বছরের ইতিহাসে সবচেয়ে বড় হ্যাকিংয়ের ঘটনা বলে মনে করা হচ্ছে। হ্যাকাররা এটিআইএ অফিস সফটওয়্যার ও মাইক্রোসফট অফিস ৩৬৫ ব্যবহার করেছে। তারা মার্কিন কর্মকর্তাদের ই-মেইলস মাসব্যাপী পর্যবেক্ষণ করেছে। মাইক্রোসফট বিষয়টি নিয়ে এখনো কোনো মন্তব্য করে নি। মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার মুখপাত্র জন ইলিয়ট বলেন, ‘আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি ও প্রয়োজনীয় সকল ব্যবস্থা নিয়েছি। ইতোমধ্যে এই হ্যাকিং নিয়ে হোয়াইট হাউসে জাতীয় নিরাপত্তা সংস্থার বৈঠক ডাকা হয়েছে। তদন্ত সংশ্লিষ্ট তিন মার্কিন কর্মকর্তা বলেছেন, এই হ্যাকিংয়ের পেছনে রাশিয়া জড়িত বলে মনে করা হচ্ছে। দুই জন বলেছেন, সম্প্রতি মার্কিন সাইবার সিকিউরিটি কোম্পানি ফায়ারআইয়ের হ্যাকিংয়ের সঙ্গে এই ঘটনার সম্পৃক্ততার রয়েছে বলে মনে করা হচ্ছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাইবার হামলা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ