Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আক্রান্ত না থাকায় ভিন্ন চিত্র জিব্রাল্টারে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০২১, ১২:০৭ এএম

ইউরোপের বিভিন্ন দেশে করোনা পরিস্থিতির অবনতি হলেও ভিন্ন চিত্র জিব্রাল্টারে। স্পেন উপক‚লে অবস্থিত এ অঞ্চলের বাসিন্দাদের বেশির ভাগই ভ্যাকসিন নেয়ায় অনেকটাই নিয়ন্ত্রণে মহামারি। নেই মাস্ক পরার কোনো বালাই। ইউরোপের মধ্যে সবচেয়ে দ্রæত ভ্যাকসিন কার্যক্রম শেষ করায় করোনাকে পেছনে ফেলে স্বাভাবিক হতে শুরু করেছে জিব্রাল্টারের জনজীবন। টানা নয় দফার কারফিউ শেষে মিলল মুক্তি। নেই মাস্ক পরায় বাধ্যবাধকতা। রেস্তোরাঁগুলোও আগের মতো রাত ২টা পর্যন্ত খোলা রাখতের অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ। এতে স্বস্তি ফিরেছে স্থানীয় বাসিন্দাদের মাঝে। এক বাসিন্দা বলেন, অবশেষে বন্দিজীবন থেকে মুক্তি মিলেছে। কিন্তু শুধু আমাদের দেশ এগিয়ে গেলে হবে না। গোটা বিশ্ব করোনামুক্ত হলেই সত্যিকারের স্বাভাবিকতা ফিরে পাব আমরা। রয়টার্স জানায়, সরকারিভাবে বিধিনিষেধ তুলে নেয়া হলেও এখনও স্বাস্থ্যবিধি মেনে চলছেন অনেকেই। ভ্যাকসিনের ওপর আমার সম্প‚র্ণ আস্থা নেই। নতুন ধরনের করোনা থেকে এই ভ্যাকসিন মুক্তি দেবে তার কোনো নিশ্চয়তা নেই। তাই মাস্ক ব্যবহার ছাড়িনি বলে জানান আরেক বাসিন্দা। গত বছর করোনায় জিব্রাল্টারের পরিস্থিতিও ভয়াবহ রূপ নেয়। মাত্র সাড়ে ৩৩ হাজার জনসংখ্যার অঞ্চলটিতে কোভিডে প্রাণ হারান ৯৪ জন। আক্রান্ত হন সাড়ে চার হাজার মানুষ। বর্তমানে কোনো করোনা রোগী না থাকায় এবং বেশির ভাগই ভ্যাকসিন নেয়ায় আবারও আগের রূপে ফিরতে শুরু করেছে স্পেন উপক‚লের ব্রিটিশ শাসিত ভ‚খÐটি। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউরোপ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ