বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
লকডাউন উপেক্ষা করে ৯ এপ্রিল ধুমধামের সাথে খুলনার তেরখাদা উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা শেখ শহিদুল ইসলামের মেয়ের বিয়ের আয়োজন করা হয়েছিল। তবে খুলনা জেলা প্রশাসক মো. হেলাল হোসেন বিষয়টি জানার পর বিয়ের আয়োজন বন্ধ করে দেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সংবাদটি জানার পর আমি এডিসিকে নির্দেশ দেই বিষয়টি দেখার জন্য। উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলামকে বলেছি, কোন অবস্থায়ই অনুষ্ঠান করা যাবে না। করলে আইনগত ব্যবস্থা নিব।’ লকডাউনের ভিতর কোন অবস্থায় লোকসমাগম করা যাবে না।
উপজেলা চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম বলেন, আমি যখন মেয়ের বিয়ের আয়োজন শুরু করি, তখন করোনার এতো প্রকোপ ছিলো না। তাছাড়া তখন লকডাউনও ছিলো না। কিন্তু এখন তো কিছু করার নেই। জামাই চলে যাবে আমেরিকায়। তাই সীমিত পরিসরে হলেও বিয়ের ব্যবস্থা করতে হবে। তাই বাড়ির ৬/৭ টি উঠানে ১০/১৫ জন করে দুইবারে খাওয়ানোর ব্যবস্থা করেছিলাম।
প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে চেয়ারম্যানের মেয়ের বিয়ের অনুষ্ঠানের আয়োজন চলছিল। এই বিয়েকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।