Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জেলের জালে ধরা পড়া অজগরটি সুন্দরবনে ছাড়া হল

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০২১, ৯:১২ পিএম

বাগেরহাটের মংলায় এক নারী জেলের জালে ধরা পড়ে প্রায় বিলুপ্ত প্রজাতির একটি অজগর সাপ। এটি সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। বুধবার দুপুরে সুন্দরবনরে পশুর নদীর চিলা এলাকায় রেশমা বেগম নামের ওই নারী জেলের জালে আটক পড়ে অজগরটি। পরে খবর পেয়ে বন কর্মকর্তারা অজগরটি উদ্ধার করে সুন্দরবনরে করমজল বন্যপ্রানী প্রজনন কেন্দ্রে অবমুক্ত করেন।

করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের কর্মকর্তা হাওলাদার আবুল কালাম আজাদ জানান, নদীতে মাছ ধরার সময় হঠাৎ জালে আটকা পড়ে অজগরটি। এরপর জেলে রেশমা বেগম বিষয়টি স্থানীয়দের জানান। স্থানীয়রা সাপটি ধরা পড়ার বিষয়টি বন বিভাগকে অবহিত করলে কর্মকর্তারা এসে সাপটি উদ্ধার করে নিয়ে যান।

প্রায় ৮ ফুট দৈর্ঘ্যের এ সাপটি নদীর স্রোতের টানে সুন্দরবন থেকে থেকে লোকালয়ে ভেসে আসে বলে জানান স্থানীয়রা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুলনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ