Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিএমএ’র আল্টিমেটামের আগেই খুলনায় চিকিৎসকের উপর হামলাকারী ৩ জন গ্রেপ্তার

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০২১, ৮:৫৪ পিএম

খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে কর্তব্যরত অবস্থায় ডা. সুমিত পাল এর উপর হামলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ ভোর ছয়টায় মোরেলগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।বিকেলে কেএমপি আটকের বিষয়টি গণমাধ্যমকে জানায়। গ্রেপ্তারকৃতরা হলো, মোরেলগঞ্জের সাবেক চেয়ারম্যান মৃত রফিকুল ইসলামের পুত্র মোঃ সাইফুল ইসলাম রাকিব (৩১), ইন্দুরকানি উপজেলার পত্তাশির মৃত হাজি জহির খানের পুত্র বশির খান ও মোরেলগঞ্জের খাউলিয়া ইউনিয়নের আলহাজ্ব মনসুর আলীর পুত্র বদিউজ্জামান খান।

গত শনিবার (৩ এপ্রিল) বাগেরহাটের মোরেলগঞ্জের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম করোনা আক্রান্ত হয়ে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে মারা যান। তার মৃত্যুর ঘটনায় রোগীর স্বজনরা কর্তব্যরত চিকিৎসক সুমিত পালের উপর হামলা করে। এসময় ডাঃ সুমিত পালকে তার সহকর্মীরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে খুমেক হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় পরের দিন রবিবার (৪ এপ্রিল) সোনাডাঙ্গা মডেল থানায় মামলা হয়,যার নং ৬।

উল্লেখ্য, আজ দুপুরে এক সাংবাদিক সম্মেলনে আগামী (৮ এপ্রিল) সন্ধ্যা ছয়টার মধ্যে আসামী গ্রেফতার না হলে জেলার সকল চিকিৎসা কার্যক্রম (ইনডোর, আউটডোর প্রয়োজন বোধে খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালের চিকিৎসা) বন্ধের হুশিয়ারি দেন খুলনা জেলা বিএমএ।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল ইসলাম জানান, আমাদের পুলিশ নির্ধারিত আল্টিমেটামের আগেই তিন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুলনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ