মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কয়েকদিন আগে নগ্ন হয়ে ফটোশুট করে ১৫ জন নারী মডেল। এ ঘটনায় দেশটির কর্তৃপক্ষ খুবই ক্ষুব্ধ হয়। এমন ব্যাভিচারী কাজ করার জন্য দেশটির আইন অনুযায়ী ওই মডেল ও আয়োজকদের ৬ মাসের কারাদন্ড হওয়ার কথা ছিল। কিন্তু কারাদন্ডের পরিবর্তে এখন তাদের দেশটি থেকে বের করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে আমিরাতের কর্তৃপক্ষ। দুবাই মিডিয়া অফিস মঙ্গলবার এক টুইট বার্তায় জানায়, আমিরাতের আইনের সঙ্গে সাংঘর্ষিক সাম্প্রতিক ওই ফটোশুট নিয়ে তদন্ত শেষ হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের সংযুক্ত আরব আমিরাত থেকে তাড়িয়ে দেয়া হবে। এ বিষয়ে আর কোনও মন্তব্য করা হবে না বলেও জানায় দুবাই মিডিয়া অফিস। দুবাইয়ের বিলাসবহুল এলাকা মারিনায় রোববার একটি সুউচ্চ ভবনের ব্যালকনিতে দিনেদুপুরে নগ্ন হয়ে ফটোশুট করে ১৫ জন নারী মডেল। ওই মডেলরা সবাই সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত বিভিন্ন দেশের নাগরিক। কিছু গণমাধ্যম জানিয়েছে, এই ফটোশুটের আয়োজক একজন রাশিয়ান ছিলেন। ডেইলি সাবাহ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।