বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহীর পবা উপজেলার মুরারীপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে বুধবার বিকেলে রাজশাহী- চাঁপাইনবাবগঞ্জ সড়কে দুইজন নিহত ও আহত হয়েছে দুইজন। আহতদের উদ্ধার করে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে সিএনজিতে করে তিনজন যাত্রী রাজশাহীতে আসছিলেন। আর ফাঁকা ট্রাকটি রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিলো। মুরারীপুরে এলো তাদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষে ঘটনাস্থলে সিএনজি চালক ও এক নারী মারা যায়। গুরুতর আহত অবস্থায় আরো দুইজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিএনজি চালক সড়কের মাঝ বরাবর গাড়ি চালাচ্ছিলেন বলেও জানান।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, দুর্ঘটনায় নিহতদের মধ্যে আনসার আলী নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে। নিহত আরেকজন নারী। তার পরিচয় এখনো পাওয়া যায়নি।
তিনি বলেন, আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।