বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে কাটাখালী হাওয়া খানা নামক স্থানে ট্রাক চাপায় এক অটোভ্যান যাত্রী মাছ ব্যবসায়ী নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে অটো চালক সহ ৩জন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকাল ১০ঘটিকার সময় উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের কাটাখালী হাওয়াখানা নামকস্থানে রংপুরগামী একটি ট্রাক ঢাকা মেট্রো- ট-২২০৩৪৪ নিয়ন্ত্রন হারিয়ে গোবিন্দগঞ্জ গামী একটি যাত্রীবাহী অটোভ্যানকে চাপা দিলে অটো ভ্যানটি দুমড়ে মুচড়ে ট্রাকের নিচে চলে যায়। এতে মাছ ব্যবসায়ী আব্দুল বাদশা(৫০)গুরুতর আহত হলে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। নিহত আব্দুল বাদশা উপজেলার তালুককানুপুর ইউনিয়নের সম সমসপাড়া গ্রামের ওমর আলীর ছেলে। এ খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দুঘর্টনায় আহত কাটাখালী গ্রামের নজরুলের ছেলে রানা(৩২) এবং হাতিয়াদহ গ্রামের সবেদ আলীর ছেলে ফেরদৌস( ৩৮), গন্ধববাড়ী গ্রামের সাত্তারের ছেলে আমিরুল(৪০)কে উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে ভর্তি করে। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি খায়রুল ইসলাম এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।