Inqilab Logo

বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহীতে তৃতীয় দিনেও চলছে ঢিলেঢালা লকডাউন

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০২১, ১:৩৫ পিএম

তৃতীয় দিনেও রাজশাহী মহানগর ও আশেপাশের উপজেলায় চলছে ঢিলেঢালা ভাবে লকডাউন। বুধবার সকাল থেকেই নগরীর রাস্তাঘাটে অনেক যানবাহন চলতে দেখা যায়। সেই সাথে ছিল অনেক মানুষের আনাগোনা। প্রয়োজনীয় কাজে বের হওয়া মানুষের সমাগম ছিল অন্যদিনের তুলনায় অনেক বেশি। নগরের ব্যবসা প্রতিষ্ঠান ও প্রায় বেশির ভাগই খোলা ছিল। দু-একটি প্রতিষ্ঠান বাদে সব ব্যবসা প্রতিষ্ঠানে অন্য দিনের মতই কার্যক্রম পরিচালনা করে। তবে এসব যানবাহন চালকরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে অভিযোগ রয়েছে। প্রায় প্রত্যেক স্থানের ভাড়া হয়েছে দ্বিগুণ। এনিয়ে যাত্রীদের পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করা হচ্ছে। এসব রিকশা অটোরিকশাসহ সিএনজিতে স্বাস্থ্যবিধি মানার কোন তোয়াক্কা নাই। গাদাগাদি করে তোলা হচ্ছে যাত্রী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লকডাউন

১১ আগস্ট, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ