Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে কাভার্ড ভ্যান- অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ আহত ২

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০২১, ১২:২৫ পিএম

কোম্পানীগঞ্জের সালাউদ্দিন হৃদয় (২৪) নামের এক ব্যবসায়ী কাভার্ড ভ্যান ও সিএনচালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে।

এ ঘটনায় আরো দুই সিএনজি যাত্রি গুরুতর আহত হয়েছে। পরে তাদেরকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হলো, চরহাজারী ইউনিয়নের মো.সাগর (১৮), ওমর ফারুক (৩৫)।

নিহত ব্যবসায়ী উপজেলার চরহাজারী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মাইলওয়ালা বাড়ির জামাল উদ্দিন দুলাল মিয়ার ছেলে এবং সে উপজেলার বসুরহাট বাজারে কাঁচা মালের ব্যবসা করত।

মঙ্গলবার রাত দশ টার দিকে কোম্পানীগঞ্জের সীমান্তবর্তী দাগনভূঞার দুধমুখা বাজার সংলগ্ন উলাল মিয়ার টেকে এ দুর্ঘটনা ঘটে।

ইউপি সদস্য এনায়েত হোসেন চোটন জানান, হৃদয় বসুরহাট থেকে সিএনজি চালিত অটোরিকশা যোগে পাইকারি সবজি কেনার জন্য ফেনী যাওয়ার পথে দাগনভূঞার উলাল মিয়ার টেক এলাকায় পৌঁছলে অপর দিক থেকে আসা বসুরহাটগামী কাভার্ড ভ্যানের সাথে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হৃদয় মারা যায়। এত সিএনজি অটোরিকশার আরো দুই যাত্রী গুরুত্বও আহত হয়।

দাগনভূঞা থানার ওসি ইমতিয়াজ আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। কাভার্ড ভ্যানও আটক করা হয়েছে। নিহতের পরিবারের ভাষ্যমতে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি জানান, খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানার পুলিশ কাভার্ড ভ্যানটি ঘটনাস্থল থেকে আটক করে। পরে দুর্ঘটনাস্থল দাগনভূঞা থানা হওয়ায় তাদেরকে গাড়িটি বুঝিয়ে দেওয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ