বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
অগ্রণী ব্যাংক মাগুরা প্রধান শাখার ব্যবস্থাপক (এজিএম) মো: নজরুল ইসলাম (৫০) মঙ্গলবার মাগুরা থেকে ঝিনাইদহে নিজ বাড়িতে যাওয়ার পথে ইছাখাদা এলাকায় সড়ক দূর্ঘটনায় মারা গেছেন।
মাগুরা সদর থানার ওসি জয়নুল আবেদিন জানান- সন্ধ্যা ৬টার দিকে মাগুরা থেকে ঝিনাইদহ যাওয়ার সময় অপর একটি মটর সাইকেল তাকে পেছন থেকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলে পড়ে গিয়ে গুরুতর আহত হন। তাকে প্রথমে মাগুরা সদর হাসপাতাল ও পরে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজে নেয়ার পথে রাত ৮টা ১০ মিনিটে তিনি মারা যান। এ ব্যাপারে মাগুরা সদর থানায় একটি মামলা হয়েছে।
নজরুল ইসলাম ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার নলডাঙ্গা গ্রামের মো: জোয়াদ আলীর ছেলে। তিনি ঝিনাইদাহ শহরে স্থায়ীভাবে বসবাস করতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে পরিচিত মহলে শোকের ছায়া নেমে এসেছে। তার নামাজে জানাযার সময় পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।