Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

আদালতে শিশু তানিশাকে হত্যার স্বীকারোক্তি দিলেন সৎ মা

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০২১, ১০:২৭ পিএম

খুলনার তেরখাদায় ঘুমন্ত অবস্থায় পাঁচ বছরের শিশু তানিশা আক্তারকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত সৎ মা মুক্তা বেগম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। আজ মঙ্গলবার খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ১ম আদালত এর বিচারক আলিফ রহমানের কাছে জবানবন্দি দেন তিনি।

এর আগে তেরখাদায় শিশু তানিশা আক্তারকে কুপিয়ে হত্যার ঘটনায় গত সোমবার (৫ এপ্রিল) রাত ১২ টায় তার সৎ মা মুক্তা বেগমকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে হত্যার সময়ে ব্যবহৃত রক্তমাখা ধারালো অস্ত্র উদ্ধার করা হয় । জিজ্ঞাসাবাদে মুক্তা বেগমের সাথে অন্য কোনো পুরুষের সম্পর্ক আছে- এমন সন্দেহে স্বামীর সাথে প্রায়ই ঝগড়া বিবাদ ও পারিবারিক কলহের জের ধরে খুনের ঘটনা ঘটেছে বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা এস আই সফিক। আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ বিকাল ৪ টায় আদালতে প্রেরণ করা হয়।

নিহত তানিশার বাবা তেরখাদার আড়কান্দী গ্রামের খাজা শেখ বাংলাদেশ আনসার ব্যাটালিয়নে কর্মরত। তিনি সাত বছর আগে একই উপজেলার আক্কাস শেখের মেয়ে তাসলিমাকে বিয়ে করেছিলেন। পরে দাম্পত্য কলহের একপর্যায়ে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে। বছর দেড়েক হলো মুক্তা বেগমকে বিয়ে করেন খাজা শেখ।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, মুক্তা বেগম শিশু তানিশাকে হত্যার বিষয়টি স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুলনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ