নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
গত ৩ এপ্রিল শুরু হয়ে গেমসের সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতা গতকাল মিরপুরস্থ সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে শেষ হয়েছে। এদিন সমাপনী দিনে সাঁতারে ১০টি ইভেন্ট ও ওয়াটার পোলোর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। সাঁতারের দশ ইভেন্টের মধ্যে ১টিতে নতুন জাতীয় রেকর্ড হয়েছে। আসরে সর্বমোট ১১টি নতুন জাতীয় রেকর্ড গড়েছেন সাঁতারুরা। ৩৩টি স্বর্ণ, ২৪ রৌপ্য এবং ১৪টি ব্রোঞ্জসহ ৭১টি পদক পেয়ে সেরা হয়েছে নৌবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী ৯ সোনা এবং ১৭টি করে রৌপ্য ও ব্রোঞ্জসহ ৪৩ পদক পেয়ে সেনাবাহিনী দ্বিতীয় এবং ১ রৌপ্য ও ৪ ব্রোঞ্জসহ ৫টি পদক তালিকায় তৃতীয়স্থানে থেকে গেমস শেষ করেছে বিকেএসপি। এদিন ওয়াটার পোলোর ফাইনালে ৪-০ গোলে নৌবাহিনীকে হারিয়ে সোনা জিতে নেয় বাংলাদেশ সেনাবাহিনী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।