মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দেড় শতাধিক
ইনকিলাব ডেস্ক : ইন্দোনেশিয়া এবং এর প্রতিবেশী দেশ পূর্ব তিমুরে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনায় এখন পর্যন্ত দেড় শতাধিক মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকর্মীরা। মুষলধারে বৃষ্টির কারণে ইন্দোনেশিয়ার ফ্লোরস দ্বীপপুঞ্জ থেকে পূর্ব তিমুর পর্যন্ত অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু বাড়ি-ঘর পানিতে তলিয়ে গেছে। হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে। মঙ্গলবারও উদ্ধার ও তল্লাশি অভিযান চলছে। ক্রান্তীয় ঘূর্ণিঝড় সেবোদশাহর প্রভাবে আকস্মিক ঝড়, বৃষ্টি ও বন্যা পরিস্থিতি তৈরি হয়। হাজার হাজার মানুষ দুর্যোগে বিপর্যস্ত হয়ে পড়েছে। বিবিসি।
ইসরাইলি গুপ্তচর
ইনকিলাব ডেস্ক : ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশ থেকে ইসরাইলি গুপ্তচর আটক করা হয়েছে বলে জানিয়েছে প্রাদেশিক গোয়েন্দা বিভাগ। সোমবার ইরানের গোয়েন্দা দপ্তর থেকে বলা হয়েছে, পূর্ব আজারবাইজান প্রদেশ থেকে ইসরাইলি গুপ্তচর ছাড়াও আরও কয়েকজন গুপ্তচর আটক হয়েছে। গত ফার্সি বছর এই আটকের ঘটনা ঘটেছে বলে জানানো হলেও সুনির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়নি। গত ২১ মার্চ থেকে ইরানে নতুন বছর শুরু হয়েছে। ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশটির সঙ্গে প্রতিবেশী রাষ্ট্র আজারবাইজানের সীমান্ত রয়েছে। রয়টার্স, ইসরাইল পোস্ট।
ফের স্বর্ণের দরপতন
ইনকিলাব ডেস্ক : ভারতের বাজারে আবারও স্বর্ণের বাজারে বড় দরপতন দেখা গেল। দাম কমে এমসিএক্স সূচকে ১০ গ্রাম জুন গোল্ড ফিউচার্সের দাম ০.১৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪৫,৩৫৫ রুপি। আর এক কেজি রুপার দাম কমে হয়েছে ৬৫,০৭০ রুপি। এর মধ্য দিয়ে ভারতে মহামারী করোনায় টিকাকরণ প্রক্রিয়া শুরুর ফলে ২০১৮ সালের পর থেকে প্রথমবার কোনও ত্রৈমাসিকে দর পতনের সাক্ষী থাকল স্বর্ণ। গত বছর আগস্টে ১০ গ্রাম সোনা রেকর্ড ৫৬,২০০ রুপির ছুঁয়ে ফেলেছিল। তারপর থেকে সোনার গ্রাফ নিম্নমুখী। হিন্দুস্তান টাইমস।
দিল্লিতে কারফিউ
ইনকিলাব ডেস্ক : করোনা সংক্রমণ রোধে ভারতের দিল্লিতে রাতে কারফিউ জারি করা হয়েছে। প্রতিদিন রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ থাকবে। মঙ্গলবার রাত থেকে এ আদেশ কার্যকর হবে। যা বলবত থাকবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। সোমবার দিল্লিতে নতুন করে ৩ হাজার ৫৪৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ২ হাজার ৯৩৬ জন এবং মারা যান ১৫ জন। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, করোনায় ভারতে এখন পর্যন্ত ১ কোটি ২৬ লাখ ৮৬ হাজার ৪৯ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ৬৫ হাজার ৫৭৭ জন। সুস্থ হয়েছেন ১ কোটি ১৭ লাখ ৩২ হাজার ২৭৯ জন। এএনআই।
নারী আটক
ইনকিলাব ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ১২ বিদেশি নারীকে আটক করা হয়েছে। দুবাইয়ের মেরিনা এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। এদের মধ্যে ১১ জন ইউক্রেনের এবং একজন রাশিয়ার নাগরিক বলে জানা গেছে। গত শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, ওই নারীরা মেরিনা এলাকার একটি ভবনের বারান্দায় নগ্ন অবস্থায় ছবি তুলছেন। আটক নারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। প্রত্যেকের ছয় মাস পর্যন্ত জেল এবং পাঁচ হাজার দিরহাম জরিমানা হতে পারে বলে পুলিশ জানিয়েছে। বিবিসি।
অলিম্পিক বর্জন
ইনকিলাব ডেস্ক : কোভিড-১৯ আতঙ্কে টোকিও অলিম্পিক থেকে নিজেদের নাম সরিয়ে নিয়েছে উত্তর কোরিয়া। এ বছরের জুলাই মাসে জাপানে অনুষ্ঠিত হবে বিশ্বের সবথেকে বড় এই ক্রীড়া উৎসব। তবে এরইমধ্যে এটি বর্জনের বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ক্রীড়া মন্ত্রণালয়। খবরে বলা হয়েছে, গত মাসেই এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি। বিষয়টি ঘোষণা করা হয়েছে তাদের ক্রীড়া মন্ত্রনালয়ের ওয়েবসাইটেও। এতে বলা হয়, আমাদের অলিম্পিক কমিটি ৩২তম অলিম্পিকে অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। করোনাভাইরাসের কারণে বিশ্বজুড়ে চলমান স্বাস্থ্য সংকটে খেলোয়াড়দের রক্ষা করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিবিসি।
সুদানে নিহত ১৮
ইনকিলাব ডেস্ক : সুদানের দক্ষিণ দারফুরের আল জেনিনা শহরে এক গোত্রগত সংঘর্ষে নিহত হয়েছেন ১৮ জন। এতে আহত হয়েছেন অন্তত আরও ৫৪ জন। এ বছরের শুরুর দিকেও এ শহরে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল। প্রতিবেদনে বলা হয়, সংঘর্ষ হয়েছে মাসালিট এবং আরব গোত্রের মধ্যে। গত শনিবার প্রথম এর স‚চনা হয়। তা রবিবারেও চলে এবং সোমবারে তা পুরো শহরজুড়ে ছড়িয়ে পড়ে। বলা হয়েছে, দারফুরের ডক্টরস কমিটি এক বিবৃতিতে এসব জানিয়েছে। আরও বলা হয়, সংঘর্ষে ভারি অস্ত্র এবং রকেট-প্রপেল্ড গ্রেনেড ব্যবহার করা হচ্ছে। কিছু ছবি ও ভিডিওতে দেখা গেছে, শহরজুড়ে ধোঁয়া উড়ছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।