রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতা
জয়পুরহাটের পাঁচবিবিতে কাভার্ডভ্যান থেকে ১৯০ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক করেছে থানা পুলিশ। পাঁচবিবি থানার ওসি মোঃ আশরাফুল ইসলাম জানান, বুধবার রাত সোয়া ১১টার হিলি-পাঁচবিবি সড়কের দমদমা মোড়ে গোপন সংবাদের ভিত্তিতে মাছের খাদ্য বহনকারী একটি কাভার্ডভ্যানে তল্লাশি করা হয়। এ সময় ইঞ্জিন ক্যাবিনের সিটের নিচে বস্তার ভিতর থেকে বিশেষ কায়দায় রক্ষিত ১৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় পাঁচবিবি উপজেলার সাড়ারপাড়া গ্রামের মৃত আফাজাল হোসেনের ছেলে আবু বক্কর (২৫) ও একই উপজেলার ধাওয়াইপুর গ্রামের আবু তাহেরের ছেলে আব্দুল কাদের (২২)কে আটক করা হয়।
বৃক্ষরোপণ উদ্বোধন
জয়পুরহাটের পাঁচবিবি পৌর এলাকার ৬নং ওয়ার্ডের দুই কিলোমিটার রাস্তায় ফলজ বৃক্ষরোপণ উদ্বোধন করা হয়। শহীদ আলাউদ্দিন মিউনিসিপ্যাল স্কুলের অধ্যক্ষ ও ৬নং ওয়ার্ডের কাউন্সিলর আনিছুর রহমান বাচ্চুর উদ্যোগে গতকাল বৃহস্পতিবার ২নং রেল হতে রাধাবাড়ী-করট্টি (রাধানগর) রাস্তায় বৃক্ষরোপণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নূরউদ্দিন আল ফারুক। এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হাসান, উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, শহীদ আলাউদ্দিন মিউনিসিপ্যাল স্কুলের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।