Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যশোর সীমান্ত থেকে ২শ’ ৬৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০১৯, ৪:৩১ পিএম

যশোরের সীমান্ত এলাকা থেকে পৃথক পৃথক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ৪২ কেজি গাঁজা এবং ২৬৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহল দল।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আরিফুল হক, পিবিজিএম জানান, “গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে রঘুনাথপুর বিওপি’র হাবিলদার মোঃ আফজাল হোসেন এর নেতৃত্বে ১নং ঘিবা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযান পরিচালনার সময় ০৫/০৬ জন অজ্ঞাত লোক নেটের ব্যাগ বহন করে ভারত হতে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবি টহল দল কর্তৃক তাদেরকে ধাওয়া করলে চোরাকারবারীরা ব্যাগগুলো ফেলে দৌড়ে ভারতের দিকে পালিয়ে যায়।
ঘটনাস্থল হতে উক্ত টহল দল ব্যাগগুলি তল্লাশি করে ৪২ কেজি গাঁজা আটক করেছে। এছাড়াও ২২ জানুয়ারি ২০১৯ তারিখ ০৪৩০ ঘটিকায় বেনাপোল বিওপি’র নায়েক মোঃ তরিকুল ইসলাম এর নেতৃত্বে অপর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২৬৪ বোতল ফেন্সিডিল আটক করা হয়েছে। আটককৃত মাদকদ্রব্যগুলোর আনুমানিক মূল্য ৫,২৫,৬০০/- (পাঁচ লক্ষ পঁচিশ হাজার ছয়শত) টাকা। আটককৃত মাদকদ্রব্যগুলো বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন।” 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফেনসিডিল উদ্ধার

৯ সেপ্টেম্বর, ২০১৬
৩ আগস্ট, ২০১৬
২১ জুলাই, ২০১৬

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ