Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার অপরাধে আটক ৪

কয়রা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০২১, ৭:৫৫ পিএম

সুন্দরবন খুলনা রেঞ্জের অধীনস্থ কয়রা টহল ফাঁড়ির চরের খাল এলাকায় বিষ দিয়ে মাছ ধরার অপরাধে ২ টি ডিঙ্গি নৌকা অবৈধ জাল ও ২ বোতল বিষসহ ৪ জনকে আটক করেছে বন বিভাগ।

জানা গেছে মঙ্গলবার গভীর রাতে কয়রা টহল ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ হারুন অর রশিদ ব্যাপারীর নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন কয়রা উপজেলার তেতুলতলারচর গ্রামের মিজানুর রহমান, সিরাজুল ইসলাম, বসারুল ও কালনা গ্রামের শফিকুল ইসলাম।

অভিযানকালে উপস্থিত ছিলেন কয়রা টহল ফাঁড়ির স্টাফ কামরুজ্জামান, মজিবার রহমান, আল-আমিন, মোতালেব হোসেন প্রমুখ। খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোঃ আবু সালেহ বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা হয়েছে। আসামীদেরকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুলনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ