বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এগিয়ে আসেনি, তাই এলাকার মানুষ স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সংস্কার করেছেন ভেঙ্গে যাওয়া বেড়িবাঁধ। খুলনার ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়নের শত শত মানুষ আজ মঙ্গলবার সারাদিন স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বেড়িবাঁধটি সংস্কার করেন।
এলাকাবাসী জানান, উপজেলার শোভনা ইউনিয়নের প্রায় ৪ কিলোমিটার ব-দ্বীপ বেষ্টিত গ্রাম বাগআঁচড়া-বাদুরগাছা। এ গ্রামের চারপাশ দিয়ে খরস্রোতা তেলিগাতী নদী আর নদীর পাশ দিয়ে রয়েছে রক্ষা বাঁধ। বছরে প্রায়ই সময় ভাঙ্গন আতংক ও ঝুঁকি নিয়েই বাস করতে হয় গ্রামবাসীদের। প্রতিবছর সরকারী অর্থায়নে বেড়িবাঁধের সংস্কার কাজ হলেও স্থায়ী কোন সমাধান পাচ্ছেনা গ্রামবাসী। গত সপ্তাহে পূর্ণিমার গোনে নদীতে অস্বাভাবিক হারে পানি বৃদ্ধিতে আবারও বাঁধের একাধিক স্থানে ফাটল ও ছিদ্র হয়ে পানি ভিতরে প্রবেশ করে। এতে ওই বাঁধ সংলগ্ন বসবাসকারীরা ছিলেন মহা আতংকে। কিন্তু পানি উন্নয়ন বোর্ড এগিয়ে আসেনি।
ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য বলেন, বাঁধটি মেরামতের জন্য বিভিন্ন সময় টিআর, কাবিখা ও নগদ অর্থ দেয়া হয়েছে। এছাড়া সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দ ভাঙ্গন কবলিত বাঁধটি সংস্কারের জন্য লক্ষাধিক অর্থ দিয়েছেন। ঝুঁকিপূর্ণ বাঁধটি নাজুক পরিস্থিতি উত্তরণের জন্য এলাকাবাসীকে সাথে নিয়ে স্বেচ্ছাশ্রমে বাঁধের কাজ চালিয়ে যাচ্ছি।
এ প্রসঙ্গে উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাস বলেন,প্রতিবছর বাঁধ নদীগর্ভে বিলীন হয়, সংস্কারের জন্য প্রকল্পের মাধ্যমে মাটির কাজ করানো হয়ে থাকে। ঝুঁকিপূর্ণ এ বাঁধটি টেকসই করার লক্ষ্যে একটি টিম ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং নকশা তৈরি হয়েছে। অচিরেই একটি প্রকল্পের জন্য বরাদ্দ দেয়া হবে বলে তিনি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।