Inqilab Logo

শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

রামুতে জমি বিরোধের জের ধরে একজন নিহত

রামু (উপজেলা) সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০২১, ১১:৩১ পিএম

রামুতে জমি বিরোধের জের ধরে স্বজনদের হাতে খুন হয়েছেন এক ব্যক্তি। নিহত ব্যক্তির নাম আবদুল্লাহ প্রকাশ বদু (৫৫)। রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শাহমদের পাড়ায় রবিবার (৪ এপ্রিল) দিবাগত রাত ১ টায় এ হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ ২ জনকে আটক করেছে। আটক ব্যক্তিরা হলেন-নুরুল আলমের ছেলে মোবারক উল্লাহ (২০) ও শাহ আলমের স্ত্রী রাজিয়া বেগম (৩৮)। নিহত আবদুল্লাহর ছেলে আতিকুর রহমান জানিয়েছেন-তার বাবার সাথে আপন বোনদের মধ্যে বাড়ির পার্শ্ববর্তী পোল্ট্রি খামারের জমি নিয়ে বিরোধ চলছিলো।

এ বিরোধের জের ধরে তার ফুফুর পরিবারের সদস্যদের নেতৃত্বে ২০/২৫ জনের একটি দল গভীর রাতে দা-ছুরি নিয়ে তাদের উপর হামলা চালায়। হামলাকারীরা তার পিতা আবদুল্লাহ সহ পরিবারের সদস্যরে মারধর করে। এতে গুরুতর আহত আবদুল্লাহকে মুমূর্ষু অবস্থায় রাতে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান।

এ ঘটনায় সোমবার সন্ধ্যায় ১৬ জনকে অভিযুক্ত করে রামু থানায় লিখিত অভিযোগ দিয়েছেন নিহত আবদুল্লাহর ছেলে আতিকুর রহমান।

তদন্তকারী কর্মকর্তা রামু থানায় এসআই শাহাদাৎ জানিয়েছেন- এ ঘটনায় পুলিশ মোবারক উল্লাহ ও রাজিয়া বেগমকে আটক করেছে। অভিযুক্ত অন্যান্যদের আটকের চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কক্সবাজার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ