বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম করোনার টিকা নিয়েও কারোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম জানান, গত কয়েকদিন ধরেই শুকনো কাশি হচ্ছিলো। দুইদিন ধরে জ্বরেও ভুগছিলেন তিনি এবং ঘুমে সমস্যা হচ্ছিলো। এসব লক্ষণ দেখা দিলে রোববার শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে নমুনা পরীক্ষা দেয়া হয়। সন্ধ্যায় নমুনায় করোনা পজেটিভ হওয়ার খবর পান তিনি। এরপর থেকে হোম আইসোলেশনে রয়েছেন।
এছাড়া জেলা প্রশাসকের পরিবারের অন্যদের নমুনাও পরীক্ষার জন্য দেয়া হয়েছে। তাদের রেজাল্ট এখনও পাননি বলে তিনি জানান।
এর আগে গত ১৮ ফেব্রুয়ারি সহকর্মীদের নিয়ে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে জেলা প্রশাসক করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছিলেন।
গাজীপুরের সিভিল সার্জন মো. খাইরুজ্জামান খবরের সত্যতা স্বীকার করে জানান, রোববারে (বিগত ২৪ ঘণ্টার) প্রকাশিত তথ্যে গাজীপুরে ২৭২ জনের নমুনায় ৬৪ জনের মধ্যে করোনা পজেটিভ হয়। এ যাবৎ গাজীপুরে ৮ হাজার ৩৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ৭ হাজার ৩৬৬ জন রোগমুক্ত হয়েছেন এবং ১৪১ জন মারা গেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।