Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

রাজবন্দিদের মুক্তির দাবিতে টানা বিক্ষোভ চলছে বাহরাইনে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০২১, ৯:০৮ পিএম

বাহরাইনে প্রাণঘাতী করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ায় দেশটির কারাগারে আটক রাজনৈতিক বন্দিদের মুক্তির দাবিতে টানা চতুর্থ দিনের মতো বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দেশটির জনগণ। এরই মধ্যে বাহরাইনের কারাগারে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে। এর আগে গত বৃহস্পতিবার বাহরাইনের প্রভাবশালী ও প্রবীণ আলেম শেখ ঈসা কাসিম সতর্ক করে বলেন, বন্দিরা কারাগারে মৃত্যুর মুখোমুখি অবস্থান করছেন। এ কারণে তিনি বন্দিদের মুক্তি দাবি জানান। খবর তাসনিম নিউজের।

সামাজিক ও রাষ্ট্রীয় বৈষম্যের অবসান এবং জনগণের অংশগ্রহণমূলক শাসনব্যবস্থা প্রবর্তনের দাবিতে ২০১১ সাল থেকে বাহরাইনে সরকারবিরোধী আন্দোলন চলে আসছে। আন্দোলন দমনের অংশ হিসেবে সরকার হাজার হাজার নাগরিককে আটক করে কারাগারে রেখেছে।

বন্দিদের দ্রুত মুক্তি নিশ্চিত করতে রোববার অনুষ্ঠিত সমাবেশ থেকে আল-খলিফা সরকারের প্রতি জোরালো আহ্বান জানানো হয়।

লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে, কারাগারে কত সংখ্যক বন্দি করোনায় আক্রান্ত হয়েছেন সে সম্পর্কে সরকার সঠিক তথ্য না দেওয়ায় তার নিন্দা জানিয়েছেন সমাবেশের আয়োজকরা। এ সময় বিক্ষোভকারীরা আল-খলিফা সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দেন। সূত্র : আল-মায়াদিন টেলিভিশন



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাহরাইন

১৪ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ