Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাহরাইনকে রুখে দিলো বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাই পর্বে স্বাগতিক বাহরাইনকে রুখে দিয়েছে বাংলাদেশ। শনিবার মধ্যরাতে বাহরাইনে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে লাল-সবুজের যুবারা। ম্যাচে দুর্দান্ত খেলেছে বাংলাদেশ যুব দল। বাংলাদেশ রক্ষণ ও আক্রমণভাগ দারুণ খেলেছে। পরিকল্পিত সংঘবদ্ধ আক্রমণ ও পাল্টা আক্রমণে বাহরাইনের রক্ষণভাগকে ব্যতিব্যস্ত রাখলেও শেষ পর্যন্ত গোল পায়নি বাংলাদেশ। লাল-সবুজদের পরের ম্যাচ আজ ভুটানের বিপক্ষে। তৃতীয় ম্যাচ ১৬ সেপ্টেম্বর কাতার ও শেষ ম্যাচ ১৮ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে। টুর্নামেন্টের চুড়ান্ত পর্বে খেলতে হলে বাংলাদেশকে এই গ্রুপের চ্যাম্পিয়ন কিংবা দশ গ্রুপের রানার্সআপের মধ্যে সেরা পাঁচে থাকতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাহরাইনকে রুখে দিলো বাংলাদেশ

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ