Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজারে লকডাউন বাস্তবায়নে কঠোরভাবে মাঠে নেমেছেন প্রশাসন

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০২১, ৭:০২ পিএম

লকডাউন বাস্তবায়নে কঠোরভাবে মাঠে নেমেছেন কক্সবাজার জেলা প্রশাসন। লকডাউনের প্রথম দিনে নিজেই মাঠে নেমেছেন কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।

সোমবার (৫ এপ্রিল) দুপুরে শহরের আইবিপি মাঠ, নিউ মার্কেট, বাজারঘাটা এলাকা পরিদর্শন করেন। এ সময় সরকারি নির্দেশনা মতে লকডাউনবিধি মেনে চলতে ব্যবসায়ীদের প্রতি আহবান জানান তিনি।

পরিদর্শনকালে জেলা প্রশাসক স্থানীয় পথচারী, ব্যবসায়ীদের মাঝে মাস্ক বিতরণ করেন।

ব্যবসায়ীদের পক্ষে মোস্তাক আহমদ জেলা প্রশাসককে আশ্বস্ত করেন, তারা সরকারের নির্দেশনা মানতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন।

এ সময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শ্রাবস্তী রায়, অতিরিক্ত জেলা প্রাশাসক মো. আমিন আল পারভেজ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটবৃন্দ উপস্থিত ছিলেন। খবর নিয়ে জানা গেছে একইভাবে চকরিয়া, উখিয়া, টেকনাফ সহ সব উপজেলায় কড়াকড়িভাবে মাঠে নেমেছেন প্রশাসন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কক্সবাজার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ