মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
প্রাণঘাতি করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ইউরোপ ও ১২ দেশ থেকে যাত্রী পরিবহন নিষিদ্ধ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। সেই ১২ দেশের তালিকায় মধ্যপ্রাচ্যের দেশ লেবাবনও রয়েছে। এই নিষেধাজ্ঞা ৩ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে।
জানা যায়, বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে করে লেবাবন থেকে দেশে আসেন ২৭৮ জন বাংলাদেশি। তবে রাতে ফ্লাইটটি নামতে দেওয়া হয়নি। পরে দূতাবাসের উদ্যোগে মানবিক বিবেচনায় ফ্লাইটটিকে অবতরণ করতে দেওয়া হয়। তবে তাদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের সিদ্ধান্তে ক্ষিপ্ত হয়ে উঠেন যাত্রীরা। এছাড়া স্বজনরাও শুরু করেন হট্টগোল হৈ চৈ। এসময় যাত্রীর স্বজনরা কোয়ারেন্টাইনবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন। অন্যদিকে যাত্রীরাও কোয়ারেন্টিনে যাবেন না বলে চিৎকার শুরু করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।