Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

ব্যাংককে নিহত ৫
ইনকিলাব ডেস্ক : থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের শহরতলীতে অগ্নিদগ্ধ একটি তিনতলা বাড়ি ধসে অন্তত পাঁচ জন নিহত হয়েছেন। শনিবার সকালে ভবনটিতে আগুন লাগে, প্রায় এক ঘণ্টা পর আগুন নেভানো সম্ভব হয়। আগুনে পুড়ে ভবনটি কালো হয়ে গেছে এবং দমকল কর্মীরা পাইপ দিয়ে সেখানে পানি ছিটাচ্ছেন, এরই এক পর্যায়ে ভবনটি হঠাৎ করে ধসে পড়ে। এ ঘটনার ঠিক আগে একজন দমকল কর্মী ভালোভাবে দেখার জন্য বাড়িটির দেয়ালে মই লাগিয়ে সেটি বেয়ে উঠতে শুরু করেছিলেন, তখনই ভবনটি ধসে পড়ে আর তিনি অল্পের জন্য রক্ষা পান। রয়টার্স।


সোমালিয়ায় নিহত ৬
ইনকিলাব ডেস্ক : সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে শনিবার সন্ধ্যায় এক আত্মঘাতী বোমা হামলায় ছয়জন নিহত হয়েছে। তার মধ্যে একজন শিশুও রয়েছে। আহত হয়েছে চারজন। পুলিশের মুখপাত্র সাদিক দুদিশে হামলার বিষয়ে বলেন, ‘সন্ধ্যা ৭টার দিকে একটি চায়ের দোকানে একজন আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটায়। এতে বোমা বহনকারী ব্যক্তিসহ ছয়জন নিহত হয়। তার মধ্যে একজন শিশু ও চারজন তরুণ। আহত হয়েছে আরো চারজন।’ বিবিসি।


উ.কোরিয়া ত্যাগ
ইনকিলাব ডেস্ক : করোনার কড়া বিধিনিষেধের কারণে উত্তর কোরিয়ায় অবস্থিত অধিকাংশ বিদেশি কূটনৈতিক মিশন বন্ধ হয়ে গেছে। ইতেমাধ্যে রাশিয়া, ব্রিটেন, ভেনেজুয়েলা, ব্রাজিল, জার্মানি, ইতালি, নাইজেরিয়া, পাকিস্তান, পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র, সুইডেন, সুইজারল্যান্ড ও ফ্রান্সের মিশনগুলোর ভবনের গেটে তালা ঝুলতে শুরু করেছে; আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোর বিদেশি কর্মীরা দেশ ছেড়েছেন।’ রুশ দূতাবাস জানিয়েছে, উত্তর কোরিয়ায় এখন ২৯০ জনেরও কম বিদেশি রয়েছেন। রয়টার্স।


প্রত্যাহার শুরু
ইনকিলাব ডেস্ক : ইথিওপিয়ার কর্তৃপক্ষ শনিবার জানায়, টাইগ্রে এলাকায় তাদের সহায়তাদানকারী ইরিত্রিয়ার সেনাবাহিনীর প্রত্যাহার প্রক্রিয়া শুরু হয়েছে। পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে তাদের প্রত্যাহারের কথা স্বীকার করে। তবে তাদের সংখ্যা নিয়ে উদ্বেগ রয়েছে। টাইগ্রের জনগণ জানান, তারা আদৌ চলে যায় নি। স্থানীয় নেতাদের ধারণা ইথিওপিয়ার সামরিক বাহিনীর পোশাক পরে তারা এখনো টাইগ্রেতে অবস্থান করছে। ভিওএ।


অশান্ত আয়ারল্যান্ড
ইনকিলাব ডেস্ক : আয়ারল্যান্ডের উত্তরাঞ্চলে দ্বিতীয় রাত অশান্ত পরিস্থিতি বিরাজ করে। বহু গাড়ি জ্বলতে দেখা যায় এবং মাস্কধারী দাঙ্গাকারীরা পুলিশ ভ্যান লক্ষ্য করে পেট্রল বোমা নিক্ষেপ করে। এই অঞ্চলের ব্রিটিশপন্থী জনগণের মাঝে ব্রেক্সিট নিয়ে অসন্তোষ রয়েছে। রাজনৈতিক নেতারা শনিবার জনগণকে শান্ত থাকার অনুরোধ জানান। তবে পুলিশ সূত্রে বলা হয়, তারা বেলফাস্টের উত্তরাঞ্চলে নিউটউননেবি শহরের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। বেলফাস্টের সানডি রো এলাকায় দাঙ্গায় ১৫ জন পুলিশ অফিসার আহত হয়েছেন। ভিওএ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বসংবাদ

২৮ অক্টোবর, ২০২২
২৭ অক্টোবর, ২০২২
২৬ অক্টোবর, ২০২২
১৮ অক্টোবর, ২০২২
১৬ অক্টোবর, ২০২২
১৩ অক্টোবর, ২০২২
১১ অক্টোবর, ২০২২
২৭ সেপ্টেম্বর, ২০২২
২৫ সেপ্টেম্বর, ২০২২
২০ সেপ্টেম্বর, ২০২২
১৮ সেপ্টেম্বর, ২০২২
১৩ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ