Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচনে সোহান সভাপতি এবং শাহিন মহাসচিব নির্বাচিত

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচনে ২০২১-২০২২ মেয়াদে সভাপতি পদে সোহানুর রহমান সোহান ও মহাসচিব পদে শাহীন সুমন নির্বাচিত হয়েছেন। গত শুক্রবার এফডিসিতে সমিতির এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সোহানুর রহমান সোহান পেয়েছেন ১২৯ ভোট। তার প্রতিদ্ব›দ্বী কাজী হায়াৎ পেয়েছেন ৮০ ও শাহ আলম কিরণ ৫৫ ভোট। মহাসচিব শাহীন সুমন পেয়েছেন ১৬৫ ভোট। তার প্রতিদ্ব›দ্বী এস এ হক অলিক এবং সাফি উদ্দিন সাফি পেয়েছেন যযথাক্রমে ৬৪ ও ৩৫টি ভোট। সহ-সভাপতি হিসেবে ছটকু আহমেদ ১৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। উপ-মহাসচিব কবিরুল ইসলাম রানা পেয়েছেন ১৬২ ভোট। এছাড়া ৯টি স¤পাদকীয় পদে জয়লাভ করেন অর্থসচিব হিসেবে মোঃ সালাহউদ্দিন (১৭০), সাংগঠনিক সচিব রকিবুল আলম রকিব (১২৪), আন্তর্জাতিক ও তথ্যপ্রযুক্তি পদে নোমান রবিন (১৫১), সাংস্কৃতিক ও ক্রীড়া পদে শাহীন কবির টুটুল (১৯৩) এবং প্রচার, প্রকাশনা ও দফতর সচিব পদে আনোয়ার সিরাজী (১৬২)। ১০টি কার্যনির্বাহী সদস্য পদে জয়লাভ করেন যথাক্রমে পল্লী মালেক, জাকির হোসেন রাজু, আব্দুর রহিম বাবু, নূর মোহাম্মদ মনি, মাসুমা তানি, মোস্তাফিজুর রহমান বাবু, সেলিম আজম, হাবিবুল ইসলাম হাবিব, সাঈদুর রহমান সাঈদ ও শাহাদাৎ হোসেন লিটন। এবার মোট ভোটার ছিলেন ৩৬১ জন। তার মধ্যে ভোট প্রদান করেছেন ২৮২ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চলচ্চিত্র


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ