Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২ হাজার মানুষ হত্যা করা হয়েছে টিগরেতে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

ইথিওপিয়ার টিগরেতে প্রায় দুই হাজার মানুষকে হত্যা করেছে সেনাবাহিনী, আধাসামরিক বাহিনী ও বিদ্রোহীরা। নিহতদের মধ্যে সবচেয়ে বেশি বয়সের মানুষটি ৯০ বছরের এবং সবচেয়ে কম বয়সেরটি হচ্ছে শিশু। বেলজিয়ামের ইউনিভার্সিটি অব ঘেন্টের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত বছরের নভেম্বরে টিগরের বিদ্রোহীদের দমনে সেনা অভিযানের নির্দেশ দেন শান্তিতে নোবেল পাওয়া প্রধানমন্ত্রী আবি আহমেদ। অভিযানে বিদ্রোহী টিগরে পিপলস লিবারেশ ফ্রন্ট পরাজিত হয়। প্রতিবেদনে বলা হয়েছে, এরপর থেকেই বেসামরিক নাগরিকদের ওপর গণহত্যা ও সহিংসতা চালাতে শুরু করে ইথিওপিয়ার বাহিনী। টিগরের হুমেরা শহরে তিন দিনে হত্যা করা হয় প্রায় ২৫০ জন বেসামরিক নাগরিককে। একটি ভিডিওতে দেখা গেছে, ইথিওপিয়ার সেনারা নিরস্ত্র এক দল তরুণকে ঘিরে আছে। সেই তরুণদের পাহাড়ের কিনারায় দাঁড় করানো হচ্ছে। পেছন থেকে সেনারা গুলি করে লাশ পাহাড়ের নিচে ফেলে দেওয়া হচ্ছে। এসময় সেনারা এক জন আরেকজনকে গুলির অপচয় না করার এবং এক জনও যাতে জীবিত না থাকে সেটি নিশ্চিত করতে বলছে। হত্যার পর সেনাদের উল্লাসও করতে দেখা গেছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইথিওপিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ