মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দেড় কোটির পর
ইনকিলাব ডেস্ক : করোনা প্রতিরোধে যুক্তরাষ্ট্রের জনসন অ্যান্ড জনসনের করোনার টিকা দেড় কোটি ডোজ উৎপাদনের পর ত্রুটি শনাক্ত হয়েছে। সংবাদমাধ্যম জানিয়েছে, বাল্টিমোরে জনসন অ্যান্ড জনসনের টিকা উৎপাদন কেন্দ্র ইমারজেন্ট বায়োসলিউশন ইনকরপোরেশনে সম্প্রতি এই ত্রুটি হয়েছে। অবশ্য কারখানাটি থেকে উৎপাদিত কোনো টিকাই যুক্তরাষ্ট্রে প্রবেশ করেনি বলে জানিয়েছেন দুই প্রশাসনিক কর্মকর্তা। এক বিবৃতিতে জনসন অ্যান্ড জনসন জানিয়েছে, ওষুধের একটি ব্যাচের উপাদান মানগত পরীক্ষায় ব্যর্থ হয়েছে। নিউ ইয়র্ক টাইমস।
তাইওয়ানে নিহত ৫৪
ইনকিলাব ডেস্ক : ৫০০ যাত্রী নিয়ে তাইওয়ানে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ রেল দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৪ জন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১০০ জন। আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। শুক্রবার একটি টানেলে ট্রেন লাইনচ্যুত হলে এ দুর্ঘটনা ঘটে। শুক্রবার সকালটি তাইওয়ানের জন্য এক অভিশাপের। দেশটির ইতিহাসে তিন যুগের মধ্যে সবচে বড় রেল দুর্ঘটনা এটি। বিবিসি।
কাশ্মীরে নিহত ৩
ইনকিলাব ডেস্ক : ভারতের কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে তিন অস্ত্রধারী নিহত হয়েছেন। শুক্রবার রাজ্যটির পুলওয়ামা শহরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পুলিশ জানায়, সন্ত্রাসী চার থেকে পাঁচজন সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে এমন খবরের ভিত্তিতে ওই এলাকায় অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তাদের উপস্থিতি টের পেয়ে গুলি চালায় সন্ত্রাসীরা। নিরাপত্তা বাহিনী পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই তিনজন মারা যান। বিবিসি।
টিনেজারদের পরীক্ষা
ইনকিলাব ডেস্ক : ১৬ থেকে ১৭ বছর বয়সীদের ওপর করোনা ভাইরাসের টিকার পরীক্ষা শুরু করেছে জনসন অ্যান্ড জনসন (জেঅ্যান্ডজে)। শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে অবস্থিত এই প্রতিষ্ঠান জানিয়েছে গত সেপ্টেম্বরে তারা প্রাপ্ত বয়স্কদের ওপর এই টিকার পরীক্ষা শুরু করে। তবে এর সঙ্গে এখন যুক্ত হয়েছে টিনেজাররা। প্রথমে ১৬ থেকে ১৭ বছর বয়সী টিনেজারদের ওপর এই পরীক্ষা চালানোর পর তা ১২ থেকে ১৫ বছর বয়সীদের ওপর প্রয়োগ করা হবে। জেঅ্যান্ডজে বলেছে, তাদের প্রথম এমন টিনেজার বাছাই করা হচ্ছে বৃটেনে এবং স্পেনে। এর সঙ্গে যুক্ত হবে যুক্তরাষ্ট্র, কানাডা এবং নেদারল্যান্ডস। অনলাইন আউটলুক ইন্ডিয়া।
মালিতে নিহত ৪
ইনকিলাব ডেস্ক : মালিতে হামলার ঘটনায় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর (মিনুসমা) চার সদস্য নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও বেশ কয়েকজন সদস্য। সংস্থাটির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। মালির আগুয়েলহোক শহরের উত্তরাঞ্চলীয় একটি ঘাঁটিতে ওই হামলার ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে। মিনুসমা এক বিবৃতিতে জানিয়েছে, ক্যাম্পে সশস্ত্র বাহিনীর তীব্র হামলা প্রতিহত করেছে শান্তি রক্ষী সদস্যরা। হামলাকারীদের মধ্যেও বেশ কয়েকজন নিহত হয়েছে বলে জানানো হয়েছে। এএফপি।
ভ্যারিয়েন্ট ইসরাইলে
ইনকিলাব ডেস্ক : ইসরাইলে দেশটির বিজ্ঞানীরা নতুন বৈশিষ্ট্যর করোনাভাইরাস আবিষ্কার করেছেন। এর নামকরণ করা হয়েছে করোনার ইসরাইলি ভ্যারিয়েন্ট। এই দাবি করেছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। গত বছরের জুলাই থেকেই এ ধরনটি নিয়ে গবেষণা করে আসছিলেন ইসরাইলের বিজ্ঞানীরা। গত সপ্তাহে নতুন ধরনের বিষয়ে নিশ্চিত হয়ে বিশ্ববাসীকে জানালো ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরাইলের কেন্দ্রীয় ভাইরোলোজি ল্যাবরেটরিতে নতুন এ ধরণটি নিয়ে গবেষণা চলে। এর নামকরণ করা হয়েছে করোনার ইসরাইলি ভ্যারিয়েন্ট হিসেবে। জেরুজালেম পোস্ট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।