Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টি-টোয়েন্টি ‘ছাড়ছেন’ তামিম!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০২১, ১২:০১ এএম

বাংলাদেশ ক্রিকেটের ব্যাটিংয়ে প্রায় সবগুলো রেকর্ডই তার ঝুলিতে। তিন ফরম্যাটেই সর্বোচ্চ রান, সেরা ইনিংস, সর্বাধিক সেঞ্চুরি আর ফিফটিসহ তার নামের পাশে শোভা পাচ্ছে অনেক মাইলফলকের কীর্তি। তবে টানা সিরিজে ম্যাচ আর সফরের ধকলে সবক’টি ফরম্যাটে সেই ধারাবাহিতকা থরে রাখা হয়ে পড়ছে কঠিন, এই বাস্তবতাকে মেনে নিয়ে ক্রিকেটে আরও বেশি মনোনিবেশের জন্য এক ফরম্যাট থেকে অবসর নিতে পারেন বলে জানিয়েছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। বাকি দুই ফরম্যাটে আরও দীর্ঘদিন খেলার কারণেই এমন সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।
তার নেতৃত্বে নিউজিল্যান্ডে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশড হয়েছে বাংলাদেশ। তারপর টি-টোয়েন্টি সিরিজ না খেলেই দেশে ফিরেছেন বাঁহাতি তারকা ওপেনার। আপাতত আছেন কোয়ারেন্টিনে। তার ফাঁকে এক ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তামিম জানিয়েছেন, নিকট ভবিষ্যতেই তিনি ক্রিকেটের যেকোনো এক ফরম্যাটকে বিদায় জানাবেন। তার সেই ঘোষণায় ক্রিকেট অঙ্গনে চমক সৃষ্টি হবে বলেও দাবি তামিমের, ‘আমার চেয়ে যদি কেউ ভালো করে, বেশি রান করে, হি ইজ মোস্ট ওয়েলকাম। শুধু টি-টোয়েন্টি নয়, ওয়ানডে বা টেস্টেও। আমার চেয়ে কেউ ভালো করলে আপনার কী মনে হয়, আমি জায়গা আঁকড়ে থাকব? এটা এমন নয় যে আমি জায়গাটা কিনে নিয়েছি। এটা আমার একার দল না।’
তামিমের মতে, একসাথে তিন ফরম্যাটে খেলা চালিয়ে যাওয়া অসম্ভব। সেক্ষেত্রে টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার সম্ভাবনা বেশি বলেই ইঙ্গিত দিয়েছেন তিনি, ‘এটা সম্ভব না। আমি যদি চিন্তা করি আগামী ৪-৫ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে চাই, তাহলে আমি তিনটা ফরম্যাট একসাথে মনে হয় না খেলতে পারব। বেছে নিতে হবে কোন দুইটা ফরম্যাট আমার জন্য বেশি গুরুত্বপূর্ণ, আর দলে ভ‚মিকা রাখতে পারব। এটা এখনো হতে পারে, এখন থেকে ছয় মাস পরও হতে পারে। এমনও হতে পারে দুই ফরম্যাট না খেলে এক ফরম্যাটে খেলব।’
এক ফরম্যাট থেকে তামিমের অবসরের সেই ঘোষণা আসতে পারে এই বছরেই। তামিম আরও জানান, ‘২০২১ সালেও দেখতে পারেন। খুবই সম্ভব। অবশ্যই আমার লক্ষ্য নির্ধারণ করে রেখেছি। এ বছরও দেখতে পারেন, পরের বছরও দেখতে পারেন। আন্তর্জাতিক ক্রিকেটকে দীর্ঘ করতে চাইলে এক ফরম্যাট চাইতে হবে। এখন হোক বা কয়দিন পর, আমি অনেক মানুষকে চমকে দিব।’



 

Show all comments
  • Ashik Ashik ৩ এপ্রিল, ২০২১, ১:৪২ এএম says : 0
    তাই যেন হই
    Total Reply(0) Reply
  • Srf Sajib ৩ এপ্রিল, ২০২১, ১:৪২ এএম says : 0
    তামিমের জায়গায় "পাপন" দাদা খেলবে।
    Total Reply(0) Reply
  • Shamim Arriyen ৩ এপ্রিল, ২০২১, ১:৪৩ এএম says : 1
    আফসোস,একজনকে লডকে হারালাম
    Total Reply(0) Reply
  • Mominur Rahman Abir ৩ এপ্রিল, ২০২১, ১:৪৩ এএম says : 1
    Alhamdulillah. I think Tamim should play only the test match.
    Total Reply(0) Reply
  • Xoxo ৩ এপ্রিল, ২০২১, ৩:৩১ এএম says : 0
    ভালইতো
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টি-টোয়েন্টি

১৪ নভেম্বর, ২০২২
৫ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ