নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
করোনাভাইরাস মহামারিতে আবার এলোমেলো হয়ে যাচ্ছে বৈশ্বিক ক্রীড়া সূচি। গত বছর করোনাভাইরাস মহামারি প্রকট হওয়ায় পিছিয়ে গেছে টোকিও অলিম্পিক। পরিবর্তন এসেছে টি-টোয়েন্টি ও ওয়ানডে বিশ্বকাপের সূচিতেও। করোনার প্রভাব পড়েছিল মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম আসরেও। এই টুর্নামেন্টটি এবার আরেক দফা পিছিয়ে গেছে।
মেয়েদের প্রথম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ হওয়ার কথা ছিল এ বছরের জানুয়ারিতে, বাংলাদেশে। কিন্তু করোনার কারণে টুর্নামেন্টটি সূচি পরিবর্তন করেছিল আইসিসি। এ বছরেরই শেষের দিকে সেটি হওয়ার কথা ছিল বাংলাদেশেই। তবে হঠাৎ করেই করোনাভাইরাস মহামারি আবার প্রকট আকার ধারণ করায় আরেক দফা পেছাতে হলো মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। টুর্নামেন্ট হবে ২০২৩ সালের জানুয়ারিতে। তবে এটি বাংলাদেশেই হবে বলে জানিয়েছে আইসিসি।
পরিবর্তন আনা হয়েছে মেয়েদের ২০২২ ক্রিকেট বিশ্বকাপের বাছাইপর্বের সূচিতেও। করোনার মধ্যে দলগুলো ঠিকভাবে প্রস্তুতি নিতে পারছে না। এ বিষয়টি মাথায় রেখে মেয়েদের বিশ্বকাপের বাছাইপর্ব এ বছরের ডিসেম্বরে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।
মেয়েদের ওয়ানডেতে প্লেয়িং কন্ডিশনেও পরিবর্তন আনা হয়েছে। তুলে দেওয়া হয়েছে পাঁচ ওভারের বাধ্যতাম‚লক ব্যাটিং পাওয়ার প্লে। একই সঙ্গে টাই হওয়া ম্যাচের ফল নির্ধারণ হবে সুপার ওভারে। এছাড়া আইসিসি বোর্ড বড় আসরগুলোতে স্কোয়াডে সাতজন খেলোয়াড় ও সাপোর্ট স্টাফ বাড়ানোর ব্যাপারেও একমত হয়েছে। এই সিদ্ধান্ত কার্যকর হবে বয়সভিত্তিক দলের বাইরের আইসিসি টুর্নামেন্টগুলোয়, যেখানে দলগুলোর কোয়ারেন্টিনে কিংবা জৈব-সুরক্ষা বলয়ে থাকতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।