Inqilab Logo

রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ০৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

চীনে উইঘুর মুসলিমদের উপর নির্যাতন বন্ধের আহবান চ

ট্টগ্রামে আলেম মুক্তিযোদ্ধা প্রজন্ম সংসদের সভা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০২১, ৯:৩৬ পিএম

চীনের জিংজিয়াং প্রদেশে উইঘুর মুসলমানদের উপর নির্যাতনকে চরম মানবাধিকার লঙ্ঘন দাবী করে করে এ বিষয়ে জাতিসংঘকে জোরালো ভূমিকা রাখার আহবান জানিয়েছে আলেম মুক্তিযোদ্ধা প্রজন্ম সংসদ। শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাব এস রহমান হল মিলনায়তনে আলেম চট্টগ্রাম মহানগরী কতৃক আয়োজিত উইঘুর মুসলিম নির্যাতনের প্রতিবাদে আলোচনা সভায় বক্তারা এ আহবান জানান।

বক্তারা বলেন, উইঘুরদের উপর নির্যাতন চলছে। অথচ এ ব্যাপারে অনেক মুসলিম দেশ নীরব। আমরা চীনের মুসলিম ভাইদের পাশে আছি। আগামীতে চীনা দূতাবাসে গিয়ে স্মারকলিপি প্রদানের কথাও জানান তারা।
তারা বলেন, পাকিস্তান, সৌদি, তুরস্ক, মিশর এমনকি বাংলাদেশ সরকারের কাছেও স্মরকলিপি জমা দিব। যেন তারা চীনের উইঘুর মুসলিম নির্যাতনের বিরুদ্ধে কিছু বলেন। হেফাজত ইসলাম এবং সমমনা ইসলামী দলসমূহকে উইঘুর মুসলিম নির্যাতনের ব্যাপারে সোচ্চার হওয়ারও আহ্বান জানান তারা।

মহানগর সভাপতি মুফতি ওসমান গনি চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ড. বেলান নুর আজিজী। প্রধান আলোচক ছিলেন আলেম মুক্তিযোদ্ধা প্রজন্ম সংসদের চেয়ারম্যান আল্লামা সদরুদ্দীন মাকনুন। প্রধান বক্তা ছিলেন দৈনিক যুগান্তরের সহ সম্পাদক মুফতি তানজিল আমীর।
সংসদের কেন্দ্রীয় মহাসচিব ইয়াসীন হাবিব, প্রেসিডিয়াম সদস্য মাওলানা নুরুল ইসলাম সাদেক, কেন্দ্রীয় সংসদের শিক্ষা সম্পাদক রিদওয়ানুল কাবীর, চট্টগ্রাম ইসলামী ঐক্যজোটের সেক্রেটারী আ ন ম আহমাদ উল্লাহ্, ইসলামী ছাত্র খেলাফত সভাপতি এম এ কাসেম, কক্সবাজার জেলা আহবায়ক আর এ এম ফরিদুল আলম, কেন্দ্রীয় উপদেষ্টা আল্লামা আফসার উদ্দীন কাসেমী চৌধুরী, মাওলানা শমসুদ্দীন আফতাব প্রমুখ বক্তব্য রাখেন।# র ই সেলিম



 

Show all comments
  • ।।শওকত আকবর।। ২ এপ্রিল, ২০২১, ১০:১২ পিএম says : 0
    মুসলিম বিদ্বেসি বিশ্বের সর্বগ্রাসি কায়েমি শক্তিধর রা আজ একাঠ্রা।তাই মুসলিমরা পদে পদে নির্যাতিত নিপিড়িত।কালেমায় তায়ৈবা আমাদের মুলমন্ত্র,কালেমায় সাহ`দাদ আমাদের তৌহিদের বানী,ভয়কি আল্লাহ আকবার ধ্বনি বুলন্ধ করুন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আলোচনা সভা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ