Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নন্দীগ্রামেই জিতছি, অন্য কোথাও দাঁড়ানোর প্রয়োজন নেই : মমতা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০২১, ১২:০১ এএম

মোদীর মন্তব্যের পাল্টা জবাব। উত্তরবঙ্গের সভা মঞ্চ থেকে আত্মবিশ্বাসী তৃণমূল সুপ্রিমো জানিয়ে দিলেন অন্য কোনও আসন থেকে লড়ার প্রশ্নই নেই, নন্দীগ্রামেই জিতছেন তিনি। শুধু তাই নয় তৃণমূলের ক্ষমতায় ফেরা নিয়েও আত্মবিশ্বাসী সুপ্রিমো। বিজেপিকে কটাক্ষ করে মমতা বলেন, ফাঁকা আওয়াজ দিচ্ছে বিজেপি। আমিই নন্দীগ্রামে জিতব। কিন্তু শুধু আমি জিতলেই হবে না, ২০০-র বেশি আসনে জিততে হবে।

বৃহস্পতিবার দিনভর নন্দীগ্রাম নিয়েই সরগরম ছিল ভোট ময়দান। উলুবেড়িয়ার সভা থেকে মোদী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, নন্দীগ্রামে একটু আগে যা হল তাতে স্পষ্ট নিজের হার মেনে নিয়েছেন দিদি। বাংলায় আসছে বিজেপি। শোনা যাচ্ছে দিদি নাকি আরও এক কেন্দ্র থেকে মনোনয়ন জমা দিতে চলেছেন’ । মোদীর এই মন্তব্যের পরই রাজনীতির ভোট ময়দানে আরও একবার ওঠে জল্পনার ঝড়। এখানেই শেষ মোদী বলেন, আজ দিদির মুখই ওপিনিয়ন পোল, এক্সিট পোল। দিদির মুখেই লেখা নন্দীগ্রামে হারছে মমতা। তারই জবাবে এদিন স্পষ্ট উত্তর নেত্রীর। ভোট ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায়। নন্দীগ্রামের ঘটনার পর সুষ্ঠু ভোটের দাবি জানিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়কে ফোন করেন মমতা। এদিন সংবাদমাধ্যমে তৃণমূল সুপ্রিমো বলেন, নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে। ৬৩টি অভিযোগ পড়েছে। কোনও ব্যবস্থা নেয়নি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই এমনটা করা হচ্ছে। আমরা আদালতে যাব। আইনি ব্যবস্থা নেব। টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মমতা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ