Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

নারায়ণগঞ্জে হেফাজত ইসলামের বিক্ষোভ সমাবেশ

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০২১, ৭:১১ পিএম

নারায়ণগঞ্জে হেফাজতের বিক্ষোভ সমাবেশ নারায়ণগঞ্জে হেফাজত ইসলামের বিক্ষোভ সমাবেশ থেকে প্রশাসনের প্রতি হুশিয়ারী দিয়েছে সংগঠনের নায়েবে আমির আবদুল আউয়াল। শুক্রবার বাদ জুম্মার নামাজ শেষে নগরীর ডিআইট মসজিদের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে তিনি বলেন, পুলিশ প্রশাসনকে বলতে চাই আমরা শান্তি প্রিয় কিন্তু যখন “সাপের লেজ দিয়ে কান চুলকাইতে যাবেন তখন সে আপনাকে অবশ্যই ছোবল দিবে”। আমরা কারো জানমালে ক্ষতি করতে চাই না। যারা করতে চায় তারা হেফাজতের কোন কর্মী নয়। আবদুল আউয়াল বলেন, নারায়ণগঞ্জে কারা গাড়ি পুড়িয়েছে, কারা গাড়ি ভাঙছে আমরা ভিডিও ফুটেজে সব দেখেছি। আপনারা হেফাজতের কোন কর্মীকে আইনের আওতায় এনে যদি শাস্তি দেন তাহলে কঠোর আন্দোলন হবে। আমরা সরকারের কাছে সুষ্ঠ তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহনের দাবি জানাচ্ছি। । বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন জেলা সাধারণ সম্পাদক বশিরু উল্লাহ, মহানগর সভাপতি ফেরদাউসুর রহমান, খেলাফত আন্দোলনের সভাপতি নান্নু মুন্সি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিক্ষোভ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ