Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হেফাজতের বিক্ষোভ সমাবেশ কয়েক ঘণ্টা বন্ধ ছিলো চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০২১, ৫:৫২ পিএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে বিক্ষোভে এবং পরে হরতালে ১৭ জন নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম।
হেফাজতে ইসলামের ডাকা বিক্ষোভ সমাবেশের কারণে নিরাপত্তার স্বার্থে হাটহাজারী-খাগড়াছড়ি সড়ক বন্ধ রাখে পুলিশ। শুক্রবার জুমার নামাজের আগে থেকেই সড়কটি বন্ধ করে দেওয়া হয় বলে জানিয়েছে হাটহাজারী থানা পুলিশ।
এক পুলিশ কর্মকর্তা জানান, গত ২৬ মার্চ ঘটনার পর থেকে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। আজকের বিক্ষোভ সমাবেশ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সেইসঙ্গে জনসাধারণের নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে হাটহাজারী-খাগড়াছড়ি সড়কটি বন্ধ রাখা হয়।
তবে হেজাতের সমাবেশ হয়েছে ডাকবাংলো এলাকায়। সমাবেশ শেষ হওয়া মাত্র যানবাহন চলাচলের জন্য সড়কটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
গত ২৬ মার্চ হেফাজতের বিক্ষোভে পুলিশের সাথে সংঘর্ষের টানা তিনদিন ওই সড়কটি অবরোধের কারণে বন্ধ থাকে। হেফাজত কর্মীরা রাস্তায় ইটের দেয়াল তুলে দিয়ে অবরোধ করে।
এদিকে, গতকাল যানবাহন চলাচল বন্ধ থাকায় এই সড়কের উভয় প্রান্তে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিক্ষোভ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ