Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে হেফাজতের বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০২১, ৩:৩০ পিএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে বিক্ষোভে এবং পরে হরতালে ১৭ জন নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম।
শুক্রবার বাদ জুমা নগরীর আন্দরকিল্লা শাহি জামে মসজিদের উত্তর গেইটে সমাবেশ করে মহানগর হেফাজত। সেখান থেকে তিনজনকে পুলিশ আটক করেছে বলে জানিয়েছেন হেফাজতের নেতারা।
এছাড়া কর্ণফুলীর দৌলতপুর, পটিয়া ও হাটহাজারীতে বিক্ষোভ সমাবেশে হয়েছে বলে জানান হেফাজতের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। তিনি বলেন, আগের ঘোষণা অনুযায়ী বিক্ষোভ সমাবেশ হলেও কোথাও মিছিল হয়নি।
নগরীর আন্দরকিল্লার সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর হেফাজতের নেতা মাওলানা লোকমান হাকিম। সেখানে নেতারা বলেন, ভারতের প্রধানমন্ত্রীর আগমের প্রতিবাদে শান্তিপূর্ণ মিছিল সমাবেশে পুলিশ হামলা করেছে। গুলিতে ১৭ জনের প্রাণ গেছে। এই সব ঘটনায় জড়িতদের বিচার করতে হবে। তারা হেফাজত নেতাকর্মী ও তৌহিদি জনতার নামে পুলিশের মামলা প্রত্যাহার করারও দাবি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিক্ষোভ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ