Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মৌলভীবাজারের রাজনগরের বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ গেল

মৌলভীবাজার জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০২১, ৩:১৪ পিএম

মৌলভীবাজারের রাজনগরের মাথিউড়া চা বাগান এলাকায় বাস চাপায় ২ মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১ জন মটর সাইকেল আরোহী।
পুলিশ ও এলাকাবাসী জানান, শুক্রবার দূপুর ১২টার দিকে মৌলভীবাজার-কুলাউড়া সড়কের রাজনগরের মাথিউড়া চা বাগান এলাকায় ঢাকাগামী মিতালী পরিবহনের একটি বাসের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে এক মটর সাইকেল আরোহী সুজন কর্মকার মারা যান। অপর আহত ২ মটর সাইকেল আরোহীকে উদ্ধার করে মৌলভীলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক ডাঃ ফাহমিদা আক্তার রাজন রায়কে মৃত ঘোষনা করেন। আশংকাজনক অবস্থায় চিকিৎসা দেয়া হচ্ছে দিপেন দাশ নামের একজনকে। নিহত ও আহতদের বাড়ি রাজনগর উপজেলায়।
রাজনগর থানার ওসি আবুল হাসেম জানান, ঘটনারপর বাস চালক জনি মিয়া সহ বাসটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়। জনি বরিশালের বাবুগঞ্জ থানার পশ্চিম বকশিরচর গ্রামের আব্দুস সালামের পুত্র।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ